বাজেট ২০২০: আয়করের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র, উঠে গেল ৭০টি কর ছাড় ব্যবস্থা

বাজেট ২০২০: আয়করের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র, উঠে গেল ৭০টি কর ছাড় ব্যবস্থা

3 stocks recomended

নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশা মেটাতে পারলেন নির্মলা? 

একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অর্থবাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রী তাঁর বাজেট নথি লালসালুতে মোড়া খাতা খোলেন৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি খুলে সংসদের একের পর এক বার্তা অর্থমন্ত্রীর নির্মলার৷

শিক্ষায় অনলাই প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দেন অর্থমন্ত্রী৷ উচ্চ শিক্ষার জন্য এসবিআই যাতে বেশি করে শিক্ষা ঋণ দেয়, তা নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেন অর্থমন্ত্রী৷ শিক্ষায়  প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়েও ভারতের বাজার খুলে দেওয়ার বাজেটে প্রস্তাব দিয়েছেন নির্মলা৷  চালু হবে নয়া শিক্ষানীতি৷ অনলাইনে মিলবে উচ্চ শিক্ষার ডিগ্রি৷  বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দেওয়ার প্রস্তাবও দেন তিনি৷ একই সঙ্গে গোটা দেশজুড়ে নতুন শিক্ষানীতি আনার বিষয়েও আশার বাণী শুনিয়েছেন অর্থমন্ত্রী৷ শিক্ষাক্ষেত্রে  ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ স্টাডি ইন ইন্ডিয়া নয়া প্রকল্প চালুর ঘোষণা কেন্দ্রের৷ ১৫০টি ডিপ্লমা শিক্ষা কেন্দ্র খোলার বার্তা অর্থমন্ত্রীর৷ উচ্চ শিক্ষায় অনলাইনে ডিগ্রি দেওয়ার প্রস্তাব৷  

এদিন দেশের কর ব্যবস্থায় বেশকিছু পরিবর্তন আনার ঘোষণা করেন নির্মলা৷ কর জমা করাতে গিয়ে কর দাতাকে হেনস্থা করা হলে তা অপরাধ হিসাবে গণ্য করা হবে বলেও জানান নির্মলা৷ সরকার চাই না করদাতারা নাজেহাল হোক৷ কর দাতাদের নাজেহাল করা হলে তা হবে ফৌজদারি অপরাধ৷ কর দাতাদের কোনও ভাবেই বিব্রত করা যাবে না বলেও ঘোষণা নির্মলারষ কোম্পানি আইন পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ ব্যাংকের বিনিয়োগ প্রক্রিয়া বদল করা হবে৷ ১০টি ব্যাংককে একছাতায় আনার পর ৩ লক্ষ ৫০ হাজার কোটি দেওয়া হবে৷ ব্যাংকগুলিকে আরও নজরদারি বাড়ানো হবে৷ ব্যাংককে টাকা রাখলে ৫ লক্ষ টাকা বিমা দেওয়া হবে বলেও ঘোষণা কেন্দ্রের৷ ব্যাংক বন্ধ হলে এতদিন নিশ্চিত ১ লক্ষ টাকা পাওয়া যেত৷ এখন তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব অর্থমন্ত্রীর৷

বিলগ্নিকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর দাবি, শেয়ারবাজার দেশের অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে৷ পঞ্চদশ অর্থ কমিশন রিপোর্ট জমা দিয়েছে৷ সেখানে রাজ্যগুলির মতামত দিয়ে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এলআইসি ও আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব বাজেটে৷ অংশীদারিত্ব বিক্র করে নমিল বৃদ্ধি ২২.৬ লক্ষ কোটি টাকা আয় হবে৷ কারণ, আশানরূপ আয় না হওয়ায়  এই সিদ্ধান্ত৷ এর আগেও এলআইসির বেশ কিছু শেয়ার বিক্রি করে কেন্দ্র৷ কেন্দ্রের ঘাটতি ৩.৮ শতাংশ৷ রাজস্ব ঘাটতির লক্ষমাত্রা ছিল ৩.৩ শতাংশ৷ কিন্তু তা হয়নি৷ বরং বেড়েছে রাজস্ব ঘাটতি৷ দেশের অর্থনীতির গতি বাড়াতে করপোরেট কর ছাড়ের ঘোষণা৷

বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না বলেও ঘোষণা অর্থমন্ত্রীর৷ ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর দিতে হবে৷ ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে৷ বার্ষিক ১০ থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ কর দিতে হবে৷ ১২.৫ থেকে ১৫ লক্ষ বার্ষিক আয়ে ২৫ শতাংশ কর দিতে হবে৷ ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে৷ উঠে যাচ্ছে আয়কর ছাড়ের ৭০টি ব্যবস্থা৷ এতদিন আয়করে ১০০টি ক্ষেত্রে ছাড় মিলত৷ যদি কোনও করদাতা পুরানো হারে কর দিতে চান, তাও তিনি দিতে পারেন৷ তবে, নয়া হারে কর দিলে বাড়তি কোনও ছাড় মিলবে না৷ বিদেশি বিনিয়োগে ১০০ কর ছাড় দেওয়া হবে৷ যদি তা পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়৷  নতুন সংস্থার জন্যও থাকছে বড় সুবিধা৷ সমিতিগুলিকেও কর ছাড় দেওয়া হয়েছে৷ এমএসএমই ক্ষেত্রে ১ কোটি পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কর দিতে হত৷ এখন সেই লেনদেন ৫ কোটি হলে কর দিতে হবে ৫ শতাংশ৷ গৃহঋণে কিছু কর ছাড়া দেওয়া হয়েছে৷ প্রোমোটারদেরও কর ছাড় দেওয়া হয়েছে৷ নথিবদ্ধ দাতব্য চিকিৎসালয়ে কর ছাড়ের ঘোষণা৷  কর জমা ও রিফান্ড পাওয়ার ব্যবস্থা আরও দ্রুত ও সরল করা হবে৷ আধারের ভিত্তিতে হবে আয় কর৷ জিএসটি কর কাঠামো পরিবর্তনের বিষয়ে কেন্দ্র ভাবছে বলেও জানিয়েছেন নির্মলা৷

মোদি সরকার ২০০৬ সালে বিবাহ আইন পরিবর্তন করে ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হতে পারে৷ একইসঙ্গে বাল্যবিবাহ পুরোপুরি নিষিদ্ধ করে মেয়ের বিয়ের বয়স বাড়ানো হয়েছে৷ মেয়েদের মা হওয়ার বয়স ২০ কিংবা ২১ বছর করার বিষয়টি নির্দিষ্ট করতে পৃথক কমিটি গঠনের প্রস্তাব নির্মলার৷  ২০০৬ সালে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, ছেলেদের বিয়ের নূন্যতম বয়স ধার্য করা হয়েছিল ২১ বছর৷ আর মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল ১৮ বছর৷ এবার মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর প্রস্তাব মন্ত্রীর৷  মহিলাদের উন্নয়নে ২৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান নির্মলা৷ এখন স্কুলে যাচ্ছে ৯২ শতাংশ ছাত্রী বলেও দাবি বাজেটে৷

দেশের পরিকাঠামো প্রসঙ্গেও বেশ কিছু বাজেট প্রস্তাব করেন নির্মলা৷ জানান, পিপি মডেলে ৫০টি নগরী গড়ে তোলা হবে৷ উৎপাদন শিল্পে বাড়ানো হবে বাজেট বরাদ্দ৷ ২৭ হাজার ৩০ কোটি টাকা শিল্প-বাণিজ্য খাতে বরাদ্দ করার প্রস্তাব৷ পরিকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধির ঘোষণা৷  জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইন্টান করার সুযোগ দেবে কেন্দ্র৷ স্থানীয় প্রশাসনে ইন্টানশিপ চালু করার ঘোষণা কেন্দ্রের৷ এক বছরের চুক্তি ইন্টান নিয়োগের প্রস্তাবও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এক লক্ষ গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন নির্মলা৷ ৫৫০টি স্টেশনে ফ্রি ইন্টারনেট দেওয়া হবে৷ জানান, পরিকাঠামো উন্নয়নে ১০০ কোটি বরাদ্দের ঘোষণা৷ ২৫০০ কিমি সড়ক তৈরির পরিকল্পনা কেন্দ্রের৷ দেশি ফোন উৎপাদনে গুরুত্ব দেওয়ার বার্তা৷ ২০২৪ সালের মধ্যে নতুন ১০০টি বিমান বন্দর নির্মাণের ঘোষণা কেন্দ্রের৷ ৯ হাজার কিমি ইকোনমিক জোন গড়ার প্রস্তাব কেন্দ্রের৷ পিপি মডেলে রেল স্টেশন তৈরির ঘোষণা৷

এদিন বাজেট শুরু আগে আয়-ব্যায়ের হিসাব দেন নির্মলা৷ বলেন, দেশের আয় বেড়েছে৷ ৪০ কোটি কর দাতার মধ্যে ৬০ লক্ষ করদাতা নতুন তালিকায় যুক্ত হয়েছেন৷ দু’বছরে নতুন করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখে৷ ৮০-র দশকে বৃদ্ধির তুলায়ান বর্তমানে বৃদ্ধির হার বেড়েছে ৭ শতাংশের বেশি৷ গরিবারে হাতে টাকা বেশি মাত্রায় পৌঁছে দিয়েছে কেন্দ্র৷ ভর্তুকিতে দুর্নীতি কমেছে৷  এই মুহূর্তে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ৷ এদিন কাশ্মীরি কবি দীননাথ কয়ালের লেখা কবিতা পাঠ করেন অর্থমন্ত্রী৷ ‘আমাদের দেশ সেরা৷  ডাল লেকে ফুটেছে পদ্ম..’ অর্থমন্ত্রীর কবিতা শুনে টেবিল চাপড়ে সমর্থন বিজেপি সাংসদদের৷

এরপর কৃষি ক্ষেত্রে কেন্দ্রের পরিকল্পনার কথাও জানান নির্মলা৷ বলেন, কৃষদের উন্নয়নে একাধিক যোজনা এনেছে৷ আনা হয়েছে ১৬টি পরিকল্পনা আনা হয়েছে৷ কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে৷ ১৫ লক্ষ কৃষককে সৌরশক্তির প্রযুক্তি দেওয়া হচ্ছে৷ কৃষকদের জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী৷ তবে, কৃষিকাজে ব্যবহৃত সারের দাম আদৌ কি কমছে? কোনও মন্তব্য করেনি নির্মালা৷ জানিয়েছেন, সরকার চাইছে কৃষকরা যাতে বেশি মাত্রায় জৈব সার ব্যবহার করেন৷ এদিন কৃষি, সেচ ব্যবস্থা নিয়েও সওয়াল করেন মন্ত্রী৷ ৬.১১ কেটি কৃষককে বিমানর আওতায় আনা হয়েছে বলেও দাবি নির্মলার৷ ১০০ খরাপ্রবণ জেলাকে চিহ্নিত করে অর্থ সহযোগিতা করার ঘোষণা বাজেটে৷ ২০ লক্ষ কৃষককে সৌরশক্তির চালিত পাম্প মেশিন দেওয়ার পরিকল্পনা দেওয়া হয়েছে৷ কৃষকরা যাতে ফসলের মূল্য যথাযথ ভাবে পান, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ দুধ, খামার, মৎস্য চাষের গুরুত্ব দেবে৷ জানান, কেন্দ্র যুবকদের দিয়ে মৎস্য চাষে উৎসাহ দেবে৷ তাতে কমবে বেকারত্ব৷  এর জন্য বিশেষ যোজনা ‘সাগরমিত্র’ আনা হচ্ছে৷ তাতে যেমন বেকারত্ব কমবে, তেমনই বাড়বে মাছের উৎপাদন৷ দেওয়া হবে ঋণ৷ 

বলেন, অর্থনীতি বৃদ্ধিতে নজর দেওয়া হয়েছে৷ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মোদি সরকার৷ বিরাট জনাদেশ নিয়ে কেন্দ্র ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সরকার শিল্প-বাণিজ্য নীতিতে জোর দিচ্ছে৷ সরকার রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রা মধ্যে রাখার চেষ্টাকরচ্ছে৷ অর্থনীতির চাঙ্গা জন্য মোদি সরকার গুরুত্ব দিচ্ছে৷ দেশের মানুষের জন্য আমরা সেবার উপর জোর দিচ্ছি৷ কেন্দ্র সঠিক পথে এগোচ্ছে৷ নারী নিরাপত্তায় গুরুত্ব বেড়েছে৷ জিএসটির ফলে আয় বেড়েছে৷ জিএসটির ফলে কমেছে করের বোঝা৷ শুধু রাজনীতির জন্য দেশের অর্থনীতির চাকা থমকে গিয়েছে৷ দারিদ্রসীমার থেকে উঠে এসেছেন ২৭ কোটি মানুষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =