গ্রাহক সংখ্যায় Jio-কে পেছনে ফেলে দিল BSNL

গ্রাহক সংখ্যায় Jio-কে পেছনে ফেলে দিল BSNL

3 stocks recomended

কলকাতা: জিওকে পেছনে ফেলে এগিয়ে গেল বিএসএনএল৷ ব্রডব্যান্ড কানেকশনে বিএসএনএলের গ্রাহক সংখ্যা জিওর চেয়ে বেশি৷ যেখানে ব্রডব্যান্ড কানেকশন বলতে শুরুতেই কেউ সাধারণত বিএসএনএলের কথা না ভেবে জিও ফাইবার বা অন্য সংস্থার কথা ভাবেন, সেখানে এবার হঠাৎ সকলকে পেছনে ফেলে বাজিমাত করল বিএসএনএল। ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে বিএসএনএলের ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড কানেকশন বেড়েছিল ৩৫.১৩ শতাংশ। মে মাসে তা আরও ৩৫.৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছর মে মাসে মোট ১১,২৯,০৮০ গ্রাহক নতুন করে বিএসএনএল ফাইবার কানেকশন নিয়েছেন। পাশাপাশি জিওর কানেকশন নিয়েছেন ১,৭৭,৯৫৯ জন। এর থেকেই বোঝা যাচ্ছে বিএসএনএলের চেয়ে অনেকটাই পিছিয়ে গিয়েচে জিও। ভারত ফাইবার কানেকশনের জন্যই বিএসএনএলের পক্ষে এত বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে। জিও ফাইবার এখনও অনেক জায়গায় পৌঁছতেই পারেনি। শহর ছাড়াও মফস্বল, প্রত্যন্ত গ্রাম এলাকাযর মানুষ ভরসা করেন বিএসএনএলের ওপর। তবে এখনও প্রতিযোগিতার বাজারে জিও, এয়ারটেল, ভি-র থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিএসএনএল। মে মাসে জিওর ব্রডব্যান্ডের মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৩.৪২ কোটি। এয়ারটেলের ১৯.২৭ কোটি। সেখানে বিএসএনএলের ২.২৪ কোটি।

গত মাস থেকেই গ্রাহক সংখ্যা বাড়াতে নতুন উদ্যমে মাঠে নেমেছে সরকারি টেলিকম সংস্থা। বিভিন্ন নতুন ফিচার্স, অফার দিয়ে নতুন প্রজন্মের গ্রাহকদের আকর্ষণ করে তাঁদের কাছে পৌঁছতে চাইছে সংস্থা। এখন দেকার বিএসএনএলের এই উদ্দেশ্য কতটা সফল হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *