৫৯৯টাকায় প্রায় ৩ মাস ৫জিবি ডেটা দিচ্ছে BSNL

৫৯৯টাকায় প্রায় ৩ মাস ৫জিবি ডেটা দিচ্ছে BSNL

3 stocks recomended

কলকাতা: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবার প্রতিযোগিতায় বাজারে নামল৷ বেসরকারি সংস্থাগুলোর মতো গ্রাহকদের জন্য নিয়ে এল একাধিক প্ল্যানের অফার৷ জিও এবং এয়ারটেল সংস্থার সঙ্গে প্রতিযোগিতার বাজারে পাল্লা দিতে এমন কিছু প্ল্যানও এনেছে, যা জিও এবং এয়ারটেলেও রয়েছে৷ তবে জিও এবং এয়ারটেলের চেয়ে বিএসএনএলের প্ল্যান যে এগিয়ে রয়েছে তা বলা বাহুল্য৷ যেখানে ৫৯৯ টাকার প্ল্যানে জিও এবং এয়ারটেলের গ্রাহকরা ২জিবি ডেটা পান, সেখানে বিএসএনএল ব্যবহারকারী গ্রাহকরা প্রতিদিন ৫জিবি ডেটা পাবেন। 

বিএসএনএলের এই ৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৫জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কোনও নেটওয়ার্কে ফোন করার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে ১০০ এসএমএস করা যাবে। সঙ্গে জিং অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এই প্ল্যান নিলে, গ্রাহকরা তা ৮৪ দিন  পর্যন্ত ব্যবহার করতে পারবেন৷ জিও, এয়ারটেল এবং বিএসএনএল, তিনটি সংস্থারই ৫৯৯ টাকার প্ল্যানের মধ্যে তুলনা করা হলে, বিএসএনএলই এগিয়ে রয়েছে৷ তবে এখানে শুধু প্যান-ইন্ডিয়া ৪জি কভারেজ নেই। তা সত্ত্বেও সব দিক বিচার করলে, বিএলএনএলের ৫৯৯ টাকার প্ল্যানের সমস্ত সুবিধা জিও এবং এয়ার টেলের তুলনায় অনেক ভালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 3 =