জিও, এয়ারটেলের খরচ বাড়তেই বাজার ধরেছে BSNL, ইতিমধ্যেই সরকারি সংস্থায় জুড়ল ২৭ লক্ষ নতুন গ্রাহক

নয়াদিল্লি: হঠাৎ করেই অনেকখানি খরচ বেড়ে গিয়েছে জিও, এয়ারটেল, ভোডাভোন আইডিয়ার মতো সংস্থার রিচার্জ প্ল্যানের৷ সেই সমস্যা থেকে যেন নিস্তার দিতে হাজির বিএসএনএল৷ প্রতিদিন লাফিয়ে…

নয়াদিল্লি: হঠাৎ করেই অনেকখানি খরচ বেড়ে গিয়েছে জিও, এয়ারটেল, ভোডাভোন আইডিয়ার মতো সংস্থার রিচার্জ প্ল্যানের৷ সেই সমস্যা থেকে যেন নিস্তার দিতে হাজির বিএসএনএল৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে সরকারি এই টেলিকম সংস্থার গ্রাহকের সংখ্যা। সম্প্রতি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেডের আধিকারিকরা জানিয়েছেন, কোম্পানির বর্ধিত গ্রাহক সংখ্যার মধ্যে অনেকেই নতুন গ্রাহক৷ তবে এমন বহু গ্রাহক রয়েছেন, যাঁরা সিম পোর্ট করে বিএসএনএল-কে বেছে নিচ্ছেন। খুব কম সময়ের মধ্যেই প্রায় ২.৭৫ মিলিয়ন গ্রাহক বিএসএনএল-র সিম তুলেছেন। তাঁদের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি ব্যবহার করে সিম পোর্ট করিয়ে নিয়েছেন ২৫০,০০০ গ্রাহক। বর্ধিত গ্রাহকের গ্রাফ দেখে মনে করা হচ্ছে, আগামী সময়ে, আবারও টেলিকম শিল্পে নিজের জায়গা পাকা করে নিতে চলেছে বিএসএনএল।