নতুন রেকর্ড গড়ে BSE ৪০০ লক্ষ কোটি, বিনিয়োগকারীরা মালামাল হলেন কতটা?

নতুন রেকর্ড গড়ে BSE ৪০০ লক্ষ কোটি, বিনিয়োগকারীরা মালামাল হলেন কতটা?

3 stocks recomended

মুম্বই: ৮ এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছাড়াল ৪০০ লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এক নতুন ঐতিহাসিক শিখরে পৌঁছে গেছে ভারতের শেয়ার বাজার৷ ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম দিনেই নয়া শিখর ছুঁয়েছিল শেয়ার মার্কেট। বাজার খোলার পরেই তাঁর সর্বকালীন উচ্চতায় পৌঁছে যায় সূচক। ৮ এপ্রিল সোমবার সকালের সেশনে (BSE Market Cap) সেনসেক্স নতুন উচ্চতা ছুঁয়েছে। ৭৪,৬৭৩.৮৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে সেনসেক্স। নিফটি উঠেছে ২২,৬৩০ পয়েন্টে। আর আগের সপ্তাহেও এই দুই সূচকই আরও একটি রেকর্ড গড়েছিল।

সমস্ত স্টকে আজ র‍্যালি এসেছে বেশ কিছুদিন ধরেই চলছিল এই র‍্যালি। আর সেই জন্য বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন (BSE Market Cap) আজ সোমবার ছাড়িয়ে গেল ৪০০ লক্ষ কোটির সীমা। সকালের সেশনে BSE-র মার্কেট ক্যাপ দাঁড়াল ৪,০০,৮৮,৭১৬.০৪ কোটি। এই প্রথমবার ভারতের শেয়ার বাজারের মূলধন এত বিপুল সংখ্যায় পৌঁছাল। সকালের সেশনেই বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত প্রচুর শেয়ারে মুনাফা লক্ষ্য করা গিয়েছে। ৩২৮৯টি সংস্থার শেয়ারে কেনাবেচা চলেছে সকালে যাদের মধ্যে ১৯৩৬টি শেয়ারেই মুনাফা এসেছে আজ। ১৬৬টি স্টক আজ গ্রিন জোনে রয়েছে। এদিকে দেখা গিয়েছে ৮ এপ্রিল ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য অনেকটাই বেড়েছে। চার পয়সা বেড়ে এখন ডলার পিছু ভারতীয় মুদ্রার মূল্য ৮৩.২৭ টাকা। ফলে সেদিক থেকে বাজারের মূলধন বেড়ে যাওয়া ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eighteen =