নয়াদিল্লি: দাদা মুকেশ আম্বানির সাহায্য নিয়ে জেলযাত্রা থেকে বাঁচলেন অনিল আম্বানি। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে সুইডেনের টেলিকম সংস্থা এরিকসনকে ৪৫৮.৭৭ কোটি টাকার বকেয়া মিটিয়ে দিল তাঁর সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন বা আর কম৷
তবে দাদা মুকেশ পাশে দাঁড়ানোর ফলেই অনিল কারাবাস থেকে মুক্তি পেলেন। এজন্য দাদা মুকেশকে ধন্যবাদ জানান তিনি। গত মাসেই অনিল আম্বানিকে ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, তিনি আদালত অবমাননা করেছেন জানিয়ে এরিকসনের প্রাপ্য বকেয়া মেটানোর নির্দেশ দেয় আদালত। সেজন্য অনিল আম্বানির সংস্থাকে চার সপ্তাহের সময় দিয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার ছিল বকেয়া মেটানোর শেষ দিন। কিন্তু আর কম সূত্রে খবর, একদিন আগে সোমবার সেই প্রাপ্য টাকা মিটিয়ে দিয়েছে অনিলের ঋণভারে জর্জরিত সংস্থা।