প্রতারক বিজয় মোলিয়াকে দেশে প্রত্যর্পণের নির্দেশ দিল ব্রিটিশ আদলত৷ মালিয়াকে দেশে ফেরানো নিয়ে ব্রিটেনের কাছে আগেই আবেদন করেছিলেন ভারতীয় গোয়েন্দারা। আজ মামলার শুনানিতে বিজয় মাল্যকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট। তিনি দেশে ফিরলে, তাঁর বিরুদ্ধে ঋণ জালিয়াতি মামলার তদন্ত শুরু করতে পারবেন গোয়েন্দারা।
ন’হাজার কোটি টাকার প্রতারণা ও ঋণ-জালিয়াতি মামলায় ফেঁসে লন্ডনে পালিয়ে গিয়েছেন মালিয়া৷ সেখানেই মামলা শুনানিতে সোমবার ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন তিনি৷মামলার শুনানিতে আজ, মালিয়াকে দেশে ফেরানোর ভারতের আর্জিতে সম্মতি জানায় ব্রিটিশ আদলত৷ আগামী ১৪ দিনের মধ্যে মালিয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে পারেবন৷ ব্রিটিশ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে সিবিআই৷ গত বছরের এপ্রিল মাসে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে জামিনে মুক্ত রয়েছেন ৬২ বছরের এই ব্যবসায়ী৷
The matter of extradition of Vijay Mallya to India has been referred to the Secretary of State https://t.co/BWVBpY7DTn
— ANI (@ANI) December 10, 2018