BREAKING: সরকারি কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: রাজ্যে যখন ঝুলে ষষ্ঠ বেতন কমিশেনর ভবিষ্যত, মামলার গেরোয় আটকে মহার্ঘ ভাতা, ঠিক তখন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ চলতি অর্থবর্ষ থেকেই সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন আরও খানিকটা বাড়তে চলেছে৷ সরকারি কর্মীদের দাবি মেনে কেন্দ্রীয় কর্মচারীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা করার সুপারিশ মঞ্জুর অর্থ মন্ত্রকের৷ শীঘ্রই বকেয়াও মিটিয়ে দেওয়া

imagesmissing

BREAKING: সরকারি কর্মীদের নূন্যতম বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: রাজ্যে যখন ঝুলে ষষ্ঠ বেতন কমিশেনর ভবিষ্যত, মামলার গেরোয় আটকে মহার্ঘ ভাতা, ঠিক তখন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ চলতি অর্থবর্ষ থেকেই সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন আরও খানিকটা বাড়তে চলেছে৷

সরকারি কর্মীদের দাবি মেনে কেন্দ্রীয় কর্মচারীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা করার সুপারিশ মঞ্জুর অর্থ মন্ত্রকের৷ শীঘ্রই বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে মন্ত্রক৷ বিজ্ঞপ্তি কার্যকর হলে কমপক্ষে ৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর নূন্যতম আয়ে বৃদ্ধি হবে৷

এছাড়া পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেস অ্যান্ড পেনশন বিভাগ থেকেও আরেকটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পাঁচ দফা ভাতায় বৃদ্ধির উল্লেখ রয়েছে। যেমন, পিএইচডি বা সমস্তরের ডিগ্রিধারী কর্মীরা ৩০০০০ টাকা ভাতা পাবেন। একবছরের বেশি বা সমসময়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ২৫০০০ টাকা ভাতা। একবছরের কম বা সমসময়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ২০০০০ টাকা ভাতা। তিন বছরের স্নাতক বা সমস্তরের ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ১৫০০০ টাকা ভাতা। তিন বা কম সময়ের ডিগ্রি বা ডিপ্লোমাধারী কর্মীরা পাবেন ১০০০০ টাকা ভাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *