শ্রীনগর: জম্মু-কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উপত্যকার কমপক্ষে ৫৯৭ জন ব্যবসায়ী। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা দিয়ে বাণিজ্যের আড়ালে মাদক, অস্ত্র ও জাল টাকা ভারতে ঢোকাচ্ছে পাকিস্তান। তাই কাশ্মীরের সালামাবাদ এবং চাকান-দা-বাগ অঞ্চলে সীমান্তপারের বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। সীমান্তের বাণিজ্যনীতিতে কঠোর সংস্কার না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলেও জানিয়েছে মন্ত্রক।
মন্ত্রকের এই সিদ্ধান্তে চরম সঙ্কটে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। একইসঙ্গে তাঁরা আশঙ্কিত এবং ক্ষুব্ধ। তাঁদের দাবি, সরকার যদি আগেভাগে এই বিষয়ে জানিয়ে দিত, তাহলে তাঁদের এত ক্ষতি হতো না। উরির বাসিন্দা আব্দুল আহাদ মঙ্গরাল ২০০৮ সাল থেকে সীমান্তপারের বাণিজ্যের সঙ্গে যুক্ত। রমজান মাস উপলক্ষে সীমান্তের ওপার থেকে বেশ কিছু পণ্যের বরাত দিয়েছিলেন তিনি। যার আনুমানিক বাজারদর প্রায় ৪ কোটি টাকা কিন্তু, বৃহস্পতিবার মন্ত্রকের নির্দেশিকা জারি হওয়া ইস্তক চোখের পাতা এক করতে পারছেন না তিনি। আশঙ্কিত আব্দুল বলেন, ‘আমি দেউলিয়া হয়ে যাব। আমার কছে জিরে, লঙ্কার দানা, কলা, বেদানা মজুত রয়েছে। সেগুলির বিনিময়ে সীমান্তের ওপার থেকে আমন্ড, পেস্তা, কমলালেবু ও আম আনার কথা ছিল। কিন্তু, সরকার অনির্দিষ্টকালের জন্য সীমান্তের বাণিজ্যপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ায় এখন এগুলি নিয়ে আমি কী করব, বুঝতে পারছি না।’