ছুটছে শেয়ার বাজার, ফের খবরের শিরোনামে স্টক এক্সচেঞ্জ! কারণটা কী?

ছুটছে ভারতের শেয়ার মার্কেট (India’s Stock Market) লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর শেয়ার বাজারে বড় পতন ঘটলেও তা আবার সামলে নেওয়া গিয়েছে। যে ঘটনা হাসি…

India's Stock Market Modi 3.0 effect stock by 200 percent in one year

ছুটছে ভারতের শেয়ার মার্কেট (India’s Stock Market)

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর শেয়ার বাজারে বড় পতন ঘটলেও তা আবার সামলে নেওয়া গিয়েছে। যে ঘটনা হাসি ফুটিয়েছে কয়েক কোটি লগ্নিকারীর মুখে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা বলতেই হবে ছুটছে ভারতের শেয়ার মার্কেট। এই পরিস্থিতিতে ফের খবরের শিরোনামে উঠে এসেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। কোন কারণে বম্বে স্টক এক্সচেঞ্জ ফের চর্চায় চলে এসেছে?

হংকংয়ের শেয়ার বাজারকে টপকে গিয়েছে ভারত

ঘটনা হল জানুয়ারির পর চলতি জুন মাসে ফের হংকংয়ের শেয়ার বাজারকে টপকে গিয়েছে ভারত। সেই সূত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের সম্মান থাকল বম্বে স্টক এক্সচেঞ্জের মাথাতেই। সদ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘ব্লুম বার্গ’ এই রিপোর্ট সামনে এনেছে। তাতে বলা হয়েছে হংকংয়ের টোটাল মার্কেট ‘ক্যাপ’ ৫.১৭ ট্রিলিয়ন ডলার। সেখানে বম্বে স্টক এক্সচেঞ্জের ‘ক্যাপ’ ভ্যালু হচ্ছে ৫.১৮ ট্রিলিয়ন ডলার। তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা (৫৬.৪৯ ট্রিলিয়ন ডলার)। এছাড়া চিন (৮.৮৪ ট্রিলিয়ন ডলার) ও জাপান ৬.৩৩ ট্রিলিয়ন ডলার) দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

ভারতের শেয়ার বাজারে ব্যাপক উত্থান

গত বছরের শেষ দিক থেকেই ভারতের শেয়ার বাজারে ব্যাপক উত্থান হতে দেখা যায়। গত ২৩ জানুয়ারি হংকংয়ের শেয়ার বাজারকে টপকে গিয়েছিল ভারত। তবে কয়েক মাসের মধ্যে হংকং হারানো স্থান পুনরুদ্ধার করে তালিকায় চতুর্থ স্থান ধরে রাখে। কিন্তু আবার তাদের পিছনে ফেলে দিল বম্বে স্টক এক্সচেঞ্জ। কী কারণে ভারতের এই উত্থান? অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দিন দিন শেয়ার বাজারে ভারতের গুরুত্ব বাড়ছে। ইউরোপ, আমেরিকা, এশিয়ার বহু সংস্থা চিনের দিক থেকে মুখ ফিরিয়ে ভারতে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। অথচ অতীতের ছবিটা সম্পূর্ণ অন্যরকম ছিল।

বাড়ছে ভারতীয় স্টক এক্সচেঞ্জের গুরুত্ব

সেখানে পিছিয়ে ছিল বম্বে স্টক এক্সচেঞ্জ। সেই সময় দেখা গিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে একাই দাপট দেখিয়েছে হংকং মার্কেট। কিন্তু সময় যত এগিয়েছে ততই জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম-সহ একাধিক দেশ ভারতের স্টক বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ‌তাতেই মিলেছে এই সাফল্য। স্বাভাবিকভাবেই কেন্দ্রে তৃতীয় নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর এই খবর সামনে আসায় উচ্ছ্বসিত নয়াদিল্লি। প্রধানমন্ত্রী বহুদিন ধরেই দাবি করছেন আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। সেই লক্ষ্যে ভারত দ্রুত এগোচ্ছে বলে বিজেপির দাবি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ সেই দাবি সমর্থন করছেন। এই আবহের মধ্যে ভারতীয় স্টক এক্সচেঞ্জের গুরুত্ব বাড়ায় খুশি দেশের লগ্নিকারীরা।

এছাড়াও শেয়ার বাজার হাতে-কলমে শিখতে এখনই ফোন করুন 9093211211 নম্বরে… এছাড়াও যুক্ত হতে পারেন শেয়ার বাজার সংক্রান্ত টেলিগ্রাম চ্যানেলে৷ (যুক্ত হতে এখানে ক্লিক করুন)

আরও পড়ুন-

সাবান ছাড়াও এই জিনিসগুলোর দাম বাড়ছে! খরচ দেখুন এবার

EMI বাড়াচ্ছে SBI! কী বদল সুদের হারে ?

বড় চমক! এবার কী আনছে হলদিরাম?

১ বছরে ২০০ % রিটার্ন! নয়া মোদী সরকারের এফেক্ট নাকি?

Business: India’s stock market capitalization reaches $5.18 trillion, surpassing Hong Kong’s $5.17 trillion, with Bombay Stock Exchange leading the charge.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *