বাইক-স্কুটার কিনবেন? কমতে পারে দাম! আসছে সুখবর

বাইক-স্কুটার কিনবেন? কমতে পারে দাম! আসছে সুখবর

3 stocks recomended

 

নয়াদিল্লি: অর্থনীতির চাকা সচল রাখতে উৎসবের আগে নতুন আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র৷ বেশ কিছু পণ্যে জিএসটি হারের বেশ খানিকটা কমাতে পারে কেন্দ্র৷ অটোমোবাইল সেক্টরকে চাঙ্গা করতে বাইক-স্কুটারের মতো দু’চাকার গাড়িতে জিএসটির হার বেশ খানিকটা কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷

ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অটোমোবাইল থেকে পর্যটন, হোটেল, বস্ত্র ও রপ্তানি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন৷ সেখানে বেশ কিছু পণ্যে  ছাড় দেওয়ার আভাস দিয়েছেন৷ একই সঙ্গে প্যাকেটজাত খাবারের জিএসটিও কমার সম্ভাবনা তৈরি হয়েছে৷

এই মুহূর্তে দু’চাকার গাড়ির ক্ষেত্রে এখন ২৮ শতাংশ জিএসটি রয়েছে৷ টু-হুইলারকে বিলাসদ্রব্য হিসেবে বিবেচনা না করার পক্ষেও হাঁটতে পারে কেন্দ্র৷ কেননা, লকডাউনের জেরে চরম সঙ্কটে পড়েছে অটোমোবাইল৷ পরিস্থিতি কিছুটা ফেরাতে আজ জিএসটি কাউন্সিলের বৈঠকে বিষয়য় শিথিল করা হতে পারে বলে খবর৷ টু-হুইলার ও প্রাইভেট কারের ক্ষেত্রে জিএসটি হার কমতে পারে৷

আজ জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে৷ সেখানে রাজ্যের  ক্ষতিপূরণের ইস্যুটি উঠতে পারে৷ আজ মূলত বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে৷ জিএসটি ক্ষতিপূরণ প্রক্রিয়া থেকে নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হতে পারে৷ ২০২২ সালের পরও ২ থেকে ৫ বছর বাড়াতে হবে ক্ষতিপূরণ প্রদানের সময়সীমা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =