ভারতে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে! হিন্ডেনবার্গের সতর্কবার্তায় সিঁদুরে মেঘ দেশের বাণিজ্য মহলে

কলকাতা: ভারতে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে৷ ভারতকে নিয়ে ফের বড়সড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ৷ শনিবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে এমনই…

hindelbarg

কলকাতা: ভারতে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে৷ ভারতকে নিয়ে ফের বড়সড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ৷ শনিবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে এমনই দাবি করা হয়েছে৷

 

উল্লেখ্য, ২০২৩-এর জানুয়ারি মাসে ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট শুধু ভারতে নয়, সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে৷ ফের আরেকটি বড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিল আমেরিকার এই সংস্থা৷

 

গত বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি এন্টারপ্রাইজের পরিকল্পিত শেয়ার বিক্রির আগে  তীব্র সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টের জেরে আদানি গ্রুপের শেয়ারের মূল্য ৮৬ বিলিয়ন ডলার কমে যায়। যার ব্যপক প্রভাব পড়ে স্টক মার্কেটে৷

 

সেই সময়ে হিন্ডেনবার্গের প্রকাশিত রিপোর্ট কাঠগড়ায় তুলেছিল আদানি গোষ্ঠীকে৷ তাঁদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পরেই বিশ্ব ধনকুবেরের তালিকায় দ্বিতীয় স্থান থেকে ৩৬ নম্বরে নেমে যান গৌতম আদানি। আদানিগোষ্ঠীর মূল্যায়নও দ্রুতগতিতে হ্রাস পেয়েছিল৷ ফের হিন্ডেসবার্গের নিশানায় আসতে চলেছে ভারত৷ এবার তাহলে কে? প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে শিল্প-বাণিজ্য মহলে৷