কলকাতা: পুজোর মুখে অগ্নিমূল্য বাজার৷ মাথায় হাত মধ্যবিত্তের৷ উৎসবের মরসুমে পকেটের টান ক্রেতাদের৷ পেঁয়াজের ঝাঁঝে এবার কার্যত চোখের জল বাংলার কয়েক কোটি জনতার৷ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ৷ কিন্তু কেন লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম? লাগামছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনাতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার৷ কিন্তু, রাজ্যে এখনও কাটছে না পেঁয়াজ অস্বস্তি৷
যোগানো ঘাটতি সুযোগে কালোবাজারি রোধে পেঁয়াজ মজুদের সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী৷ খোলা বাজারে যোগান বাড়াতে কেন্দ্র পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে৷ নির্ধারিত দামে তা বিক্রি করতেও বলা হয়েছে রাজ্যগুলিকে৷ নির্দেশিকা জারি করে ২৪ টাকায় ক্রেতাদের হাতে তা তুলে দিতে কথা বলা হলেও অধরা বাংলা৷
অভিযোগ, কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে জানানো হলেও পশ্চিমবঙ্গে এখনও তার কোন বাস্তবতা দেখা যাচ্ছে না৷ ইতিমধ্যেই নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা টাস্ক ফোর্সের বিরুদ্ধেও৷ হাতে গোনা সুফল বাংলা স্টল ৫০ টাকা মূল্যে বিক্রি হলেও বাজারে এই মুহূর্তে ৬০-৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ ফলে এই নিয়ে তুঙ্গে উঠেছে বঙ্গবাসীর অসন্তোষ৷
কেন্দ্রীয় কৃষিমন্ত্রক সূত্রে খবর, এই মুহূর্তে ৫০ হাজার টন পেঁয়াজ মজুদ রয়েছে৷ এর মধ্যে ৩৫ হাজার টন পেঁয়াজ বিভিন্ন সংস্থার মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ১৫ হাজার টন পেঁয়াজ বাজারে এসে গিয়েছে৷ খোলাবাজারে ২৪ টাকা দরে বিক্রি করতে নির্দেশ দিয়েছে কৃষিমন্ত্রক৷ তবে, কেন্দ্রের নির্ধারিত দামে বাংলার সাধারণ মানুষের কাছে পেঁয়াজ পৌঁছে দেওয়ার উদ্যোগ খুব একটা চোখে পড়েনি বলে অভিযোগ উঠছে৷
রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সংবাদমাধ্যমে জানিয়েছেন, জেলায় জেলায় সুফল বাংলা স্টলের মাধ্যমে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে৷ ৫১ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে৷ সুফল বাংলার ১০৬ টি স্টল থেকে পেঁয়াজ বিক্রি কথা জানানো হয়েছে৷ কিন্তু বাজারে কবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷