কলকাতা: সাধারণ পিএফ গ্রাহকের জন্য পরিষেবার বহর অনেকটাই বাড়িয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। কিন্তু তার অনেকগুলিই অনলাইন পরিষেবা।
এদিকে দেশজুড়ে বিভিন্ন জেলায় অঞ্চলভিত্তিক যে পিএফ অফিসগুলি আছে, তাদের অনেকগুলিতেই ইন্টারনেট সংযোগ জোরদার নয়, এমন অভিযোগ নতুন নয়। যেখানে অনলাইন পরিষেবা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পিএফ গ্রাহকদের উৎসাহিত করছে, সেখানে ইন্টারনেট সংযোগই যদি নড়বড়ে হয়, তাহলে পরিষেবার মানও যে খারাপ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই খামতি ঢাকতে উদ্যোগী হল ইপিএফও।