বাংলায় ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারির পর্দা-ফাঁস, তোলপাড় টলিপাড়া

কলকাতা: ভোট মিটতেই প্রকাশ্যে এল বাংলার আরও একটি বড়সড় কেলেঙ্কারি৷ আর্থিক কেলেঙ্কারির পরিমাণ জেমে চক্ষু চড়কগাছ টালিগঞ্জের কলাকুশলীদের অন্দরে৷ চাঞ্চল্যকর কেলেঙ্কারি সংবাদমাধ্যমে ফাঁস করলেন টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের প্রধান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতা প্রসেনজিতের দাবি, ‘‘শিল্পীদের পরিশ্রমের বিনিময়ে পাওনা ৫ কোটিরও বেশি টাকা দেওয়া হচ্ছে না৷ শিল্পীরা আর্থিক কষ্টে পড়েছেন৷ পরিস্থিতি এমন, শিল্পীদের ভিক্ষে চাইতে হচ্ছে৷ আর্টিস্ট ফোরাম

3 stocks recomended

বাংলায় ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারির পর্দা-ফাঁস, তোলপাড় টলিপাড়া

কলকাতা: ভোট মিটতেই প্রকাশ্যে এল বাংলার আরও একটি বড়সড় কেলেঙ্কারি৷  আর্থিক কেলেঙ্কারির পরিমাণ জেমে চক্ষু চড়কগাছ টালিগঞ্জের কলাকুশলীদের অন্দরে৷ চাঞ্চল্যকর কেলেঙ্কারি সংবাদমাধ্যমে ফাঁস করলেন টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের প্রধান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

অভিনেতা প্রসেনজিতের দাবি, ‘‘শিল্পীদের পরিশ্রমের বিনিময়ে পাওনা ৫ কোটিরও বেশি টাকা দেওয়া হচ্ছে না৷ শিল্পীরা আর্থিক কষ্টে পড়েছেন৷ পরিস্থিতি এমন, শিল্পীদের ভিক্ষে চাইতে হচ্ছে৷ আর্টিস্ট ফোরাম এই ঘটনা মেনে নেবে না৷ আমরা আন্দোলনের দিকে যাব৷’’

‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আর্টিস্ট ফোরামের। বন্ধ হয়ে যাচ্ছে এই প্রযোজনা সংস্থার প্রযোজিত সিরিয়াল। তার মধ্যে নাম আছে ‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘খনার বচন’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘প্রথম প্রতিশ্রুতি’ ইত্যাদি সিরিয়াল। সিরিয়ালের কলাকুশলি থেকে শুরু করে শিল্পী ও টেকনিকিশিয়ানদেরও পারিশ্রমিকের বিশাল অঙ্কের টাকা বাকি রয়েছে। সেই বকেয়া টাকার পরিমাণ ৫ কোটিরও বেশি, যারমধ্যে শুধু শিল্পীদেরই বকেয়া প্রায় দেড় কোটি।

অভিযোগ, টিডিএসও জমা দেওয়া হয়নি বলে জানা গেছে। টেলিপাড়ার এরকম দশায় ক্ষুব্ধ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও! জানালেন, ”আমি এরকম অবস্থা ইন্ডাস্ট্রিতে কখনও দেখিনি। দরকারে বড় পদক্ষেপ করা হবে।” জানা গিয়েছে, ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ কলাকুশলীদের প্রাপ্য টাকা সময়ের মধ্যে দিতে না পারায় প্রজেক্টগুলি অন্য প্রযোজকের কাছে আগেই হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তারপরেও মেটানো হয়নি বকেয়া টাকা। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র কর্ণধার রানা সরকার বেপাত্তা। গতবছর আগষ্ট মাসে প্রযোজক আর আর্টিস্ট ফোরামের মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছিলেন প্রযোজকরা। পরে ফোরাম অবস্থার সামাল দিলেও আবারও একই ঘটনার পুনরাবৃত্তির জেরে বিরক্ত টলিপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + fourteen =