বাংলায় ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারি, তদন্তে নামছে ED

কলকাতা: অন্তত ৮৫টি ভুয়ো সংস্থা খুলে প্রায় ৫ হাজার কোটি টাকা কেলেঙ্কারি৷ ভুয়ো চানালে কোটি কোটি টাকার লেনদেনের দায়ে কলকাতা ও হাওড়া থেকে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী৷ জিএসটি দপ্তরের হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত করতে এবার মাঠে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জিএসটি দপ্তরের হাতে তদন্ত ভার নিজেদের হাতে নেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থার৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে

imagesmissing

বাংলায় ফের বড়সড় আর্থিক কেলেঙ্কারি, তদন্তে নামছে ED

কলকাতা: অন্তত ৮৫টি ভুয়ো সংস্থা খুলে প্রায় ৫ হাজার কোটি টাকা কেলেঙ্কারি৷ ভুয়ো চানালে কোটি কোটি টাকার লেনদেনের দায়ে কলকাতা ও হাওড়া থেকে গ্রেপ্তার ৪ ব্যবসায়ী৷ জিএসটি দপ্তরের হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত করতে এবার মাঠে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ জিএসটি দপ্তরের হাতে তদন্ত ভার নিজেদের হাতে নেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয় তদন্ত সংস্থার৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, কলকাতার পাশাপাশি ভিনরাজ্যেও এই ব্যবসায়ীরা সক্রিয় বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে ইডি৷ আর সেই কারণে মামলার গুরুত্ব বুঝে ইডি তদন্তভার নিজেদের হাতে তুলে নিতে চলেছে৷ সূত্রের খবর, জিএসটি দপ্তরের থেকে সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি৷ কেননা, বিপুল পরিমাণ অর্থিক কেলেঙ্কার থাকায় এবার নয়া তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে বলে খবর৷

তদন্তে নেমে জিএসটির আধিকারিকরা জানতে পেরেছেন, প্রায় ৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা রয়েছে ধৃত এই ৪ ব্যবসায়ীর নামে৷ তাঁরা জানতে পেরেছেন, অন্তত ৮৫টি ভুযো সংস্থা খুলে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছিল৷ টাকার পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা হওয়ায় তদন্ত হাতে নিচ্ছে ইডি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *