মঙ্গলে বাজার কাঁপাবে এই ৫ স্টক! দেখে নিন কোন স্টকগুলিতে থাকবে বুলিশ ট্রেন্ড

কলকাতা: কেন্দ্রীয় বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার। উর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি। মঙ্গলবারও, শেয়ার বাজারে বুলিশ ট্রেন্ড বজায় থাকলে লগ্নিকারীরা যে বাম্পার রিটার্ন পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।…

Heritage Food stock price fall

কলকাতা: কেন্দ্রীয় বাজেটের পর থেকেই চাঙ্গা শেয়ার বাজার। উর্ধ্বমুখী সেনসেক্স-নিফটি। মঙ্গলবারও, শেয়ার বাজারে বুলিশ ট্রেন্ড বজায় থাকলে লগ্নিকারীরা যে বাম্পার রিটার্ন পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মুহুর্তে লার্জ হোক কিংবা মিড বা স্মল ক্যাপ, সব ধরনের কোম্পানির শেয়ারেই বুলিশ ট্রেন্ড রয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স দেখা যেতে পারে ১৫০ থেকে ১,৫০০ টাকার স্টকে। দেখে নিন আর কোন কোন স্টক বাজিমাত করতে পারে-

রেলটেল: ভারতীয় রেলের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত এই সংস্থার স্টকের লাস্ট ট্রেডিং প্রাইস ৫০৯.৭০ টাকা৷ এর টার্গেট প্রাইস ৫৩৫ টাকা ও স্টপ লস ৪৯৭ টাকা ধরা হয়েছে৷

রাইটস: সরকারি সংস্থা রাইটসের স্টকের দাম ৭৬২ টাকা। তবে দিনের শেষে এর দাম পৌঁছতে পারে ৮০০ টাকায়।

রূপা: ৩২১ টাকায় বিক্রি হওয়া সংশ্লিষ্ট কাপড়ের কোম্পানির শেয়ার দর দিনের শেষে ৩৩৬ টাকা পর্যন্ত হতে পারে। তবে ৩১০ টাকায় নেমে গেলে স্টকটি বিক্রির পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভিপিআরপিএল: এই কোম্পানির শেয়ারের দাম এখন ২৬৫ টাকা। তবে মার্কেট বন্ধের সময় এটি ২৭৭ টাকায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।

জয় ভারত মারুতি: মঙ্গলবার বাজিমাত করতে পারে এই স্টকও৷

 

মনে রাখবেন : এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।