দেশের জনতার গড় আয়ের দ্বিগুণ রোজগার বাংলার কৃষকদের: রিপোর্ট

কলকাতা: দেশের মানুষের মাথাপিছু আয় প্রকাশ করেছে ন্যাশনাল একাউন্ট স্ট্যাটিস্টিক বা ন্যাস৷ এই কাজটা ন্যাস প্রতিবছর করে থাকে৷ অর্থনীতি, বাজারের অবস্থা যেমনই হোক, দেশের মাথাপিছু আয় বেড়ে থাকে৷ আর নরেন্দ্র মোদির শাসনে তো দেশে ‘আচ্ছে দিনে’র মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ওই সংস্থা কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে থাকে৷ তাদের এবারের রিপোর্টে

3 stocks recomended

দেশের জনতার গড় আয়ের দ্বিগুণ রোজগার বাংলার কৃষকদের: রিপোর্ট

কলকাতা: দেশের মানুষের মাথাপিছু আয় প্রকাশ করেছে ন্যাশনাল একাউন্ট স্ট্যাটিস্টিক বা ন্যাস৷ এই কাজটা ন্যাস প্রতিবছর করে থাকে৷ অর্থনীতি, বাজারের অবস্থা যেমনই হোক, দেশের মাথাপিছু আয় বেড়ে থাকে৷ আর নরেন্দ্র মোদির শাসনে তো দেশে ‘আচ্ছে দিনে’র মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ওই সংস্থা কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে থাকে৷ তাদের এবারের রিপোর্টে দেশে মাথাপিছু আয় গত বছরের তুলনায় কিছুটা হলেও বেড়েছে৷ তবুও দেশবাসীর মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের কৃষকদের ধারে কাছে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে ন্যাস৷

ন্যাসের রিপোর্ট বলছে, দেশের মানুষের গড় আয় থেকে রাজ্যের কৃষকদের বছরে আয় দ্বিগুণের বেশি৷ রিপোর্ট অনুযায়ী, দেশের মাথাপিছু আয় বছরে এক লক্ষ ২৬ হাজার টাকা৷ পশ্চিমবঙ্গে কৃষকরা সেখানে বছরে আয় করেন গড়ে দ্বিগুণ৷ প্রায় দু’লক্ষ ৯১ হাজার টাকা৷

দেশের অর্থনৈতিক প্রবণতায় কোনও একটি অঙ্গরাজ্যের নির্দিষ্ট একাংশের মানুষের এমন ঊর্ধ্বমুখী আয় কী করে সম্ভব? তা নিয়েও উঠছে প্রশ্ন৷ রাজ্যের কৃষকদের মাথাপিছু আয় প্রায় ৩ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী নিজে দাবি করে থাকেন৷ রাজ্যে গত আট বছরে ফসলের দাম না পেয়ে অনেক কৃষক আত্মহত্যা করেছেন৷ তবে প্রশাসন মানতে নারাজ৷ তার পরেও কৃষকদের আয় বৃদ্ধির রিপোর্টে তুঙ্গে চর্চা৷

ন্যাশনাল একাউন্ট স্ট্যাটিস্টিক বা ন্যাসের রিপোর্ট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রকাশিত হয়েছে৷ রিপোর্টে বিভিন্ন ফসলের অর্থমূল্য প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, ধান, খাদ্যশস্য, মাছের মতো কিছু ক্ষেত্রে মোট অর্থমূল্য পশ্চিমবঙ্গে কমেছে৷ রিপোর্টে একই সঙ্গে দেশের মাথাপিছু আয় জানানো হয়েছে, দেশের অথবা রাজ্যের মাথাপিছু গড় বার্ষিক আয় এই মুহূর্তে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৪০৬ টাকা। যা আগের বছর ছিল ১ লক্ষ ১৪ হাজার টাকা৷ এই বছর দেশে মানুষের গড় আয় মাসে ৯৫৪ টাকা করে বেড়েছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে৷ কিন্তু তাতেও দেশের মানুষ রাজ্যের কৃষকদের আশেপাশে পৌঁছাতে পারেননি৷ পশ্চিমবঙ্গের কৃষকরা আলাদা৷ তাঁরা বিশেষ! তাঁদের বার্ষিক আয় মুহূর্তে ২ লক্ষ ৯১ হাজার টাকার বেশি৷ পশ্চিমবঙ্গের কৃষকরা বছরে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন এমন কোনও উল্লেখ ওই রিপোর্টে করা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =