বাজেট পেশের আগে হালুয়া বিলি নির্মলার, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের আগে প্রথা মেনে হালুয়া খাওয়াল অর্থমন্ত্রক৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিজে হাতেই হালুয়া বিলি করেন৷ হালুয়া উৎসবের মধ্যে দিয়েই বাজেট নথি ছাপার কাজ শুরু হয়৷ আগামী ৫ জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এই প্রথম বাজেট পেশ করবেন তিনি৷ প্রথা অনুযায়ী, প্রতিবারই সংসদে হালুয়া উৎসব পালন করা করে থাকে

3 stocks recomended

বাজেট পেশের আগে হালুয়া বিলি নির্মলার, কিন্তু কেন জানেন?

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের আগে প্রথা মেনে হালুয়া খাওয়াল অর্থমন্ত্রক৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিজে হাতেই হালুয়া বিলি করেন৷ হালুয়া উৎসবের মধ্যে দিয়েই বাজেট নথি ছাপার কাজ শুরু হয়৷ আগামী ৫ জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এই প্রথম বাজেট পেশ করবেন তিনি৷

প্রথা অনুযায়ী, প্রতিবারই সংসদে হালুয়া উৎসব পালন করা করে থাকে অর্থমন্ত্রক৷ বাজেট নথি ছাপাখানায় যাওয়ার আগে রান্না করা হালুয়া৷ একটি বিশাল কড়াইয়ে হালুয়া রান্না করে তা অর্থমন্ত্রকের আধিকারিকদের মধ্যে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর সহ একাধিক আধিকারিক৷

বাজেট অধিবেশের আগে গোপনীয়তা রক্ষার জন্য আধিকারিকদের অর্থমন্ত্রকের বাইরে বেরনো বন্ধ করে দেওয়া হয়৷ কেন্দ্রীয় সচিবালয়ের নর্থ ব্লকেই থাকেন তাঁরা৷ সংসদে বাজেট পেশ হওয়ার পরই ছুটি পাবেন আধিকারিকরা৷ তার আগে ইমেল বা ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না আধিকারিক থেকে কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *