বড় দিনের আগেই GST ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জিএসটির হার কমিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামল নরেন্দ্র মোদির সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠকে বেশ কয়েকটি পণ্যের জিএসটি কমানো হতে পারে৷ জিএসটির হার কমানোর ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ‘‘জিএসটি ব্যবস্থা এখন যথেষ্ট থিতু হয়েছে৷ এখন আমরা চেষ্টা করছি যাতে ৯৯ শতাংশ পণ্যকে ১৮ শতাংশ

বড় দিনের আগেই GST ছাড়ের বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে জিএসটির হার কমিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামল নরেন্দ্র মোদির সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের ৩১তম বৈঠকে বেশ কয়েকটি পণ্যের জিএসটি কমানো হতে পারে৷

জিএসটির হার কমানোর ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ‘‘জিএসটি ব্যবস্থা এখন যথেষ্ট থিতু হয়েছে৷ এখন আমরা চেষ্টা করছি যাতে ৯৯ শতাংশ পণ্যকে ১৮ শতাংশ বা তার কম জিএসটির আওতায় নামিয়ে আনা যায়৷’’ প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি কাঠামোয় কেবল বিলাস সামগ্রী ও তামাকজাত নেশার দ্রব্যের মতো হাতেগোনা কিছু পণ্য রাখা হবে৷ মনে করা হচ্ছে, ভোটের আগে চমক দিতে বেশ কিছু পণ্যের জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে৷
কেন্দ্র এই ছাড় প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র সংবাদমাধ্যমে বলেন, ‘‘এই কথা বলার কোনও সাংবিধানিক অধিকার প্রধানমন্ত্রীর নেই৷ জিএসটি বাড়ানো হবে না কমানো হবে সেটা চূড়ান্ত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল৷’’ তাঁর দাবি, ‘‘জিএসটির মাধ্যমে হাওয়ালা কারবার চলছে৷’’

একনজরে GST-র হালহকিকত

  • জিএসটির আওতায় মোট ১২১১টি পণ্য ও পরিষেবা রয়েছে৷
  • সর্বোচ্চ ২৮% কর হারে বর্তমানে রয়েছে ৩৫টি পণ্য ও ১৫টি পরিষেবা৷
  • জিএসটির শুরুতে ২৮% কর হারে ছিল ২২৬টি পণ্য৷
  • বর্তমানে ২৮% জিএসটির আওতায় রয়েছে ফ্রিজ, টিভি, এসি, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা, গাড়ি, সিগারেট, মোটরসাইকেল, সিমেন্ট, চকোলেট, ঠান্ডা পানীয়, পান মশলা, গুটখা প্রভৃতি৷
  • জিএসটির আওতায় মোট ১২১১টি পণ্য ও পরিষেবা রয়েছে৷
  • সর্বোচ্চ ২৮% কর হারে বর্তমানে রয়েছে ৩৫টি পণ্য ও ১৫টি পরিষেবা৷
  • জিএসটির শুরুতে ২৮% কর হারে ছিল ২২৬টি পণ্য৷
  • বর্তমানে ২৮% জিএসটির আওতায় রয়েছে ফ্রিজ, টিভি, এসি, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা, গাড়ি, সিগারেট, মোটরসাইকেল, সিমেন্ট, চকোলেট, ঠান্ডা পানীয়, পান মশলা, গুটখা প্রভৃতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *