সাবধান! ম্যাগিতে ক্ষতিকারক সিসা রয়েছে, স্বীকার নেসলে কর্তৃপক্ষের

নয়াদিল্লি: ম্যাগিতে বিষাক্ত সিসা রয়েছে বলে খোদ সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে স্বীকার করে নিল নেসলে ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ অনৈতিক ব্যবসা, ভুল লেবেলিং ও ক্রেতাকে বিভ্রান্ত করতে বিজ্ঞাপন দেওয়ার মামলায় নেসলে কর্তৃপক্ষকে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে৷ জানা গিয়েছে, ২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৬৪০ কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর৷

3 stocks recomended

সাবধান! ম্যাগিতে ক্ষতিকারক সিসা রয়েছে, স্বীকার নেসলে কর্তৃপক্ষের

নয়াদিল্লি: ম্যাগিতে বিষাক্ত সিসা রয়েছে বলে খোদ সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানিতে স্বীকার করে নিল নেসলে ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ অনৈতিক ব্যবসা, ভুল লেবেলিং ও ক্রেতাকে বিভ্রান্ত করতে বিজ্ঞাপন দেওয়ার মামলায় নেসলে কর্তৃপক্ষকে ৬৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে৷

জানা গিয়েছে, ২০১৫ সালে নেসলের বিরুদ্ধে ক্রেতাসুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৬৪০ কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতাসুরক্ষা দফতর৷ ম্যাগির মোড়কে ভুল তথ্যের উল্লেখ করার দায়ে এই জরিমানা করা হয় নেসল ইন্ডিয়া কর্তৃপক্ষকে৷ এদিন আদালতে নেসলের আইনজীবী স্বীকার করে নেন, ম্যাগিতে ক্ষতিকারক সিসা ছিল৷ তবে তা সহনসীমার মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − seven =