পেটিএমে কেওয়াইসি জমা নেওয়ার ফাঁদ পেতে ব্যাঙ্ক থেকে টাকা লুট করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সুব্রত দাস নামে এক যুবক হুগলীর চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডের নাড়ুয়া পঞ্চাননতলার বাসিন্দা। সম্প্রতি তিনি একটি পেটিএম অ্যকাউন্ট খোলেন। কিন্তু তাতে কেওয়াইসি জমা দেননি তিনি। তার জন্য তিনি যোগাযোগ করেছিলেন পেটিম থেকে দেওয়া কেওআইসি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ঠিকানায়। সেখানে তিনি তার কেওয়াইসি জমা করে এসেছিলেন। কিন্তু সুব্রত দাস জানিয়েছেন, কিন্তু তার বেশ কয়েকদিন পরে তিনটি অচেনা নম্বর থেকে তিনবার ফোন আসে তাঁর মোবাইলে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাজকুমার বলে পরিচয় দেন এবং তাঁকে বলেন, পেটিএম-এর জন্য কেওয়াইসি জমা নেওয়া হচ্ছে। সেইজন্য আধার ও প্যান কার্ডের তথ্য লাগবে। অজ্ঞাতপরিচয় রাজকুমারের ফাঁদে পা দিয়ে সুব্রত নিজের আধার ও প্যান কার্ডের তথ্য দিয়ে দেন। আর তারপরই দেখেন যে আধঘণ্টার মধ্যে মধ্যে ৩টি মেসেজ আসে সুব্রত দাসের মোবাইলে। দেখা যায়, ৩ বারে মোট ৪০ হাজার ৪৮৩ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। তারপরই সংশ্লিষ্ট ব্যাঙ্কের চন্দননগর শাখার সঙ্গে যোগাযোগ করেন তিনি এবং এই মর্মে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাবধান! Paytm ওয়ালেটে KYC জমা নেওয়ার নামে লুঠ
পেটিএমে কেওয়াইসি জমা নেওয়ার ফাঁদ পেতে ব্যাঙ্ক থেকে টাকা লুট করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সুব্রত দাস নামে এক যুবক হুগলীর চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডের নাড়ুয়া পঞ্চাননতলার বাসিন্দা। সম্প্রতি তিনি একটি পেটিএম অ্যকাউন্ট খোলেন। কিন্তু তাতে কেওয়াইসি জমা দেননি তিনি। তার জন্য তিনি যোগাযোগ করেছিলেন পেটিম থেকে দেওয়া কেওআইসি জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ঠিকানায়।