নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ আনলক ৩ শুরু হলেও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে লকডাউন ঘোষণা করতে কার্যত বাধ্য হয়েছে প্রশাসন৷ চলতি মাসজুড়ে রাজ্যেও ৭ দিলের সপ্তাহিক লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ওই লকডাউনে বন্ধ থাকছে ব্যাংক পরিষেবা৷ এর পরও চলতি মাসে আরও বেশ কয়েরদিন পরিষেবা পাওয়া যাবে না৷ আগস্ট মাসে মোট ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক পরিষেবা৷ মোট ৩১ দিনের মধ্যে মাসের ১৭ দিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকছে কিছুটা হলেও সমস্যা বাড়তে চলেছে সাধারণ জনতার৷
আরও পড়ুন- ডিজেলে ৮.৩৬ টাকা দাম কমালো দিল্লি সরকার, ভ্যাট কমিয়ে স্বস্তি দেবে বাংলা?
করোনা আবহে কমেছে ব্যাংকের পরিষেবার সময়৷ তারপরও ছুটাছাটা মিলিয়ে আরও বেশ কিছু দিন পরিষেবা বন্ধ থাকে পরিষেবা৷ শনিবার ইদের ছুটির কারণে দেশজুড়ে বন্ধ ছিল ব্যাংক৷ রবিবার ছুটি৷ সোমবার রাখি বন্ধন উৎসবে ফের বন্ধ ব্যাংক৷ এরপর ৮ আগস্ট দ্বিতীয় শনিবার বন্ধ থাকলে ব্যাংক৷ ৯ আগস্ট রবিবার ছুটি৷ ১১ ও ১২ আগস্ট জন্মাষ্টমী উৎসবে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে৷ অর্থাৎ আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক পরিষেবা বন্ধ থাকছে৷
আরও পড়ুন- সুখবর, আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল আয়কর দফতর
এরপর প্যাট্রিয়ট ডে উপলক্ষে ১৩ আগস্ট মণিপুরে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি থাকছে৷ ১৬ আগস্ট রবিবার, ছুটি৷ ২১ ও ২২ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে৷ ২৯ আগস্ট মাসের চতুর্থ শনিবার, ছুটি৷ ৩০ আগস্ট রবিবার৷ এছাড়াও রাজ্যের সাপ্তাহিক লকডাউনে ব্যাংক পরিষেবা বন্ধ থাকছে৷