নয়াদিল্লি: বেড়াতে যেতে কার না ভাল লাগে! টাকা জমিয়ে নিয়মিত বেড়াতে যান, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু অনেকেই আবার টাকা জমিয়ে উঠতে পারেন না। নানা দিক থেকে খরচ হয়ে যায় টাকা। আর তাই অনেক সময় প্রবল অনিচ্ছা সত্ত্বেও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়। আর যদি বা যাওয়া হয় তাহলেও বাজেট কমাতে হয়। এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন অতি সহজেই। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি আলাদা করে টাকা রাখুন এই খাতে। এমনই সুযোগ এনে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এ ব্যাপারে থমাস কুকের সঙ্গে গাট ছড়া বেঁধেছে এসবিআই।
টাকা জমানোর ব্যাপারে কয়েকটি তথ্য:
মেয়াদ: এসবিআইতে ১২ মাসের জন্য এভাবে টাকা জমানো যায়। গ্রাহক ভ্রমণ সংস্থার যে প্যাকেজ পছন্দ করবেন সেটির উপর টাকার পরিমাণ ঠিক হবে।
সুদের হার: টাক রাখতে শুরু করার পর ১২ মাস একই হারে সুদ দেবে ব্যাঙ্ক। এখন সুদের হার ৬. ৮ শতাংশ।
টিডিএস: এই অ্যাকাউন্টে টিডিএসে ছাড় পাওয়া যায়।
পেনাল্টি: টাকা দিতে দেরি হলে ১০০ টাকায় দেড় টাকা হিসেবে পেনাল্টি দিতে হয়। নির্দিষ্ট পরিমাণ পেনাল্টি দিলে মেয়াদ শেষের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়৷