জানুয়ারিতে ১৬ দিন ব্যাংক বন্ধ, এখনই দেখুন ছুটির তালিকা

আসছে নতুন বছর৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব৷ অতীত ভুলে আগামী লক্ষ্যে পা বাড়াতে চলেছে গোটা দেশ৷ পিছিয়ে নেই বাংলা৷ কিন্তু নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে চলেছেন ব্যাংক গ্রাহকরা৷ কারণ নতুন বছরের প্রথম মাসেই ১৬ দিন বন্ধ থাকছে ব্যাংক৷

imagesmissing

নয়াদিল্লি: আসছে নতুন বছর৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি গোটা বিশ্ব৷ অতীত ভুলে আগামী লক্ষ্যে পা বাড়াতে চলেছে গোটা দেশ৷ পিছিয়ে নেই বাংলা৷ কিন্তু নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে চলেছেন ব্যাংক গ্রাহকরা৷ কারণ নতুন বছরের প্রথম মাসেই ১৬ দিন বন্ধ থাকছে ব্যাংক৷

ব্যাংকের ছুটির ক্যালেন্ডার বলছে, দুটি শনিবার ও চারটি রবিবার মিলিয়ে নতুন বছরের প্রথম মাসেই কমপক্ষে ১৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা৷ জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি ছুটি রয়েছে৷ ২ জানুয়ারি ছুটি৷ ৫ জানুয়ারি, ৮ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১২জানুয়ারি, ১৪জানুয়ারি, ১৫জানুয়ারি, ১৬জানুয়ারি, ১৭জানুয়ারি, ১৯জানুয়ারি, ২৩জানুয়ারি, ২৫জানুয়ারি, ২৬জানুয়ারি ও ৩০ জানুয়ারি বিভিন্ন রাজ্যের বিভিন্ন ছুটির কারণে অনেক ব্যাংক বন্ধ থাকবে৷

জানুয়ারি মাসের ৫ জানুয়ারি, ১২জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২৬ জানুয়ারি, রবিবার৷ ১১ ও ২৫ জানুয়ারি দ্বিতীয় শনিবার থাকায় বন্ধ থাকবে ব্যাংক৷ ৭ ও ৮ জানুয়ারি ইম্ফলে উৎসব৷ ফলে বন্ধ থাকবে ব্যাংক৷ ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষ্যে ছুটি রয়েছে৷ এরপর ১৬ ও ১৭ জানুয়ারি চেন্নাই উৎসব৷ এরপর ৩০ জানুয়ারি সরস্বতী পুজো৷ রয়েছে ছুটি৷ ফলে নতুন বছরে ৩১ দিনে মাস হলেও টানা ১৬ দিনের ছুটির সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা৷ উৎসবের মরসুমে সমস্যা এড়াতে প্রয়োজনীয় অর্থ তুলে রাখার পরামর্শ ব্যাংক কর্তৃপক্ষের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *