কলকাতা: আয়কর আদায়ের নিরিখে ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে ন’নম্বর জায়গায় রইল কলকাতা সার্কেল। দেশে যে ১৯টি সার্কেল আছে, তার মধ্যে কলকাতা সার্কেল অন্যতম। এই সার্কেলের আওতায় আছে পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিম এবং আন্দামান ও নিকোবর। সার্বিকভাবে এই সার্কেলে মোট আয়কর আদায় হয়েছে ৪৩ হাজার ১৭৯ কোটি টাকা।
তার আগের বছরের তুলনায় আয়কর আদায় বৃদ্ধির হার ৮.২ শতাংশ। পশ্চিমবঙ্গ বা কলকাতা সার্কেলের আগে জায়গা করে নিয়েছে যথাক্রমে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, আমেদাবাদ ও চন্ডীগড়। কলকাতার পরে আছে যথাক্রমে কানপুর, ভোপাল, জয়পুর, কোচি, লখনউ, ভুবনেশ্বর, পাটনা, গুয়াহাটি, নাগপুর ও মিরাট। দেশে মোট আয়কর আদায় হয়েছে ১০ লক্ষ ৯৪ হাজার ১৭৯ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় বৃদ্ধির হার ১৬.৯ শতাংশ।