কেন্দ্রের পেনশন যোজনা রূপায়ণে তলানিতে বাংলা

কলকাতা: অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন স্কিম রাজ্যে সেভাবে দাগ কাটতে পারল না৷ মোদি সরকারের প্রকল্প রুপায়নে দেশের ১৩ নম্বরে রয়েছে বাংলা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গোয়েল গত ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন ধন পেনশন যোজনার প্রস্তাব দেন৷ তড়িঘড়ি চালু হয় প্রকল্প৷ পিএফ দপ্তরের হাতে স্কিমটি চালানোর প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়৷ পরবর্তীকালে প্রকল্পটির ফান্ড ম্যানেজমেন্ট দেখভালের

3 stocks recomended

কেন্দ্রের পেনশন যোজনা রূপায়ণে তলানিতে বাংলা

কলকাতা: অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন স্কিম রাজ্যে সেভাবে দাগ কাটতে পারল না৷ মোদি সরকারের প্রকল্প রুপায়নে দেশের ১৩ নম্বরে রয়েছে বাংলা৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গোয়েল গত ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন ধন পেনশন যোজনার  প্রস্তাব দেন৷ তড়িঘড়ি চালু হয় প্রকল্প৷ পিএফ দপ্তরের হাতে স্কিমটি চালানোর প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়৷ পরবর্তীকালে প্রকল্পটির ফান্ড ম্যানেজমেন্ট দেখভালের দায়িত্ব দেওয়া হয় ভারতীয় জীবন বিমা নিগমকে৷ ১৫ হাজার টাকার নীচে মাসিক বেতন হলে ৪০ বছরের মধ্যে থাকা যেকোনও ভারতীয় ওই পেনশন যোজনায় নাম লেখাতে পারবেন৷ ৬০ বছর বয়স হলে মাসে তিন হাজার টাকা পেনশন মিলবে বলে ঘোষণা করা হয়৷

মাসে মাসে যে পরিমাণ টাকা গ্রাহক জমা করবেন, তার সমান টাকা দেবে কেন্দ্রী৷ বয়সের ভিত্তিতে গ্রাহককে মাসে সর্বনিম্ন ৫৫ টাকা ও সর্বোচ্চ ২০০ টাকা জমা করতে হবে ওই স্কিমে৷ কিন্তু, অভিযোগ উঠছে, কেন্দ্রের  পেনশন চালু করতে অনীহা রয়েছে রাজ্যের৷ আর তাতেই দেশের ১৩ নম্বরে রয়েছে বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =