RBI-এর ধাক্কা খেয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে Bajaj Finance! কিনবেন কিনা ভাবছেন?

RBI-এর ধাক্কা খেয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে Bajaj Finance! কিনবেন কিনা ভাবছেন?

3 stocks recomended

bajaj

কলকাতা: বাজাজ ফিনান্সের ‘ই কম’ ও ‘ইনস্টা ইএমআই কার্ডে’র মাধ্যমে ঋণের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ গ্রাহকদের পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে  ‘ই কম’ ও ‘ইনস্টা ইএমআই কার্ডে’র মাধ্যমে ঋণের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ আরবিআইয়ের নির্দেশের পরই বুধবার হুড়মুড়িয়ে পড়েছিল বাজাজ ফিনান্সের শেয়ারের দাম৷ বৃহস্পতিবার গ্যাপ-ডাউন খোলার পরও আজ বেশ কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছে বাজাজ ফিনান্স৷ দিনের শেষে বাজাজ ফিনান্স প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭হাজার ৩৬১টাকায়৷ এদিন সকালে বাজাজ ফিনান্সের শেয়ার দাম ছিল ৬৯৪৫টাকা৷ বেলা যত বেড়েছে বাজাজ ফিনান্সের শেয়ারের দামও বেড়েছে৷ কিন্তু এখন প্রশ্ন হল, বাজাজ ফিনান্সের এই ট্রেন্ড কি আগামী দিনেও দেখা যাবে? নাকি ফের নিচে পড়বে দাম?

ব্রোকারেজ ফার্ম CLSA-এর মতে, আরবিআইয়ের নীতি লঙ্ঘন করার জেরে যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামী এক বা দুই ত্রৈমাসিক সংস্থার শেয়ারের নেট মুনাফা ৬% প্রভাবিত করতে পারে৷ তবে, মুনাফা কম হলেও নামী ওই ব্রোকারেজ ফার্ম বাজাজ ফিনান্সের শেয়ার কিনে রাখার পক্ষে মত দিয়েছে৷ তাদের অনুমান, বাজাজ ফিনান্স আগামী দিনে ₹৯,৫০০ টাকা পর্যন্ত পৌঁছতে পারে৷ ₹৯,৪৭০ টাকার লক্ষ্যমাত্রা নিয়ে বাজাজ ফিনান্সকে কেনার সুপারিশ করেছে Jefferies-এর মতো ব্রোকারেজ সংস্থা৷ আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মত ওই ব্রোকারেজ সংস্থার৷ Morgan Stanley, বাজাজ ফিনান্সের স্টককে ₹১০,৩০০ টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কেনার সুপারিশ করেছে৷  বাজাজ ফাইন্যান্সের চার্ট ট্র্যাক করা ৩৪ জন বিশ্লেষকের মধ্যে ২৬ জন এই স্টকের ‘বাই’ রেটিং দিয়েছেন৷ মাত্র চার জন বলেছেন, ‘হোল্ড’ করতে৷ আর বাকি চারজন ‘সেল’ রেটিং দিয়েছেন৷

ি

বাজাজ ফাইন্যান্সের শেয়ার বুধবার ২% কমলেও বৃহস্পতিবার ফের তা ১.৮৯% বেড়েছে৷ চার্ট প্যাটার্নে বেশ বুলিশ মুভ দেখা গিয়েছে৷ দৈনিক চার্টে সাপোর্ট ৬৭৮৫, রেজিস্টেন্স ৮১৬৯ জোন তৈরি হয়েছে৷ বৃহস্পতিবার Volume ছিল যেথেষ্ট৷ অপশন ট্রেডিংয়ে ৭৫০০ পয়েন্টে রয়েছে সবচেয়ে বেশি কল জমে আছে৷ ৭০০০ পয়েছে রয়েছে সবচেয়ে বেশি পুট৷ প্রায় ৮ লাখ পুট পজিশন বেরিয়ে গিয়েছে৷ পিসিআর এখন ০.৮৭৷ VWAP-সহ ৫০, ১০০ ও ২০০ EMA-র নিচেই রয়েছে এই স্টক৷ ৷ RSI ডাইভারজেন্স থাকায় চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে৷

 

অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =