ফুটপাতে কচুরি বেচেই কোটিপতি, কর ফাঁকির দায়ে বিপাকে বিক্রেতা

আলিগড়: রাজপথে পাশে ছোট্ট একটি দোকান৷ বিক্রিয় হয় কচুরি৷ বেচাকেনাও প্রচুর৷ ফুটপাতে কচুরি বিক্রি করা আলিগড়ের কোটিপতি কচুরি বিক্রেতাকেই এবার কর ফাঁকির নোটিস ধরাল আয়কর দপ্তর৷ কোটিপতি কচুরি বিক্রেতাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কর ফাঁকি দিয়ে আর কচুরি বেচা যাবে না৷ অবিলম্বে করাতে হবে জিএসটি৷ দিতে হবে আয় কর৷ আর তা না হলে কড়া পদক্ষেপ

imagesmissing

ফুটপাতে কচুরি বেচেই কোটিপতি, কর ফাঁকির দায়ে বিপাকে বিক্রেতা

আলিগড়: রাজপথে পাশে ছোট্ট একটি দোকান৷ বিক্রিয় হয় কচুরি৷ বেচাকেনাও প্রচুর৷ ফুটপাতে কচুরি বিক্রি করা  আলিগড়ের কোটিপতি কচুরি বিক্রেতাকেই এবার  কর ফাঁকির নোটিস ধরাল আয়কর দপ্তর৷ কোটিপতি কচুরি বিক্রেতাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কর ফাঁকি দিয়ে আর কচুরি বেচা যাবে না৷ অবিলম্বে করাতে হবে  জিএসটি৷ দিতে হবে আয় কর৷ আর  তা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি৷

বাণিজ্যিক কর দপ্তরের চাপে জিএসটি করার প্রস্তুতি নিয়েছেন কোটিপতি কচুরি বিক্রেতা মুকেশ কুমার৷ মুকেশ নিজে জানিয়েছেন, তাঁর দোকানে হানা দিলেও বিশাল অংকের লেনদেনের কোনও তথ্যপ্রমাণ মেলেনি৷ প্রতিদিন দুই-তিন হাজার টাকার কচুরি বিক্রি হয়৷ ফলে জিএসটি রেজিস্ট্রেশন করার কোনও প্রয়োজন নেই৷ ৪০ লক্ষ টাকার নীচে লেনদেন হলে জিএসটি লাগবে না৷ তার পরও কেন চাপ দেওয়া হচ্ছে? প্রশ্ন বিক্রাতার৷

আলিগড়ের একটি সরু গলির এক পাশে কচুরির দোকান রয়েছে মুকেশের৷ ফুটপাতের উপর আর পাঁচটা দোকানের মতোই তার রয়েছে কচুরির দোকান৷ সকাল, বিকেল, দুপুরে মুকেশের দোকানে বিক্রি হয় কচুরি৷ ১০-১২ বছর আগে শুরু করে এখন সুনামের শীর্ষে মুকেশের কচুরি! এবার সুনামের কচুরি দোকান এখন বিতর্কের চক্রবুহ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *