ম্যাক্স লাইফ ইনসুরেন্সের ২৯ শতাংশ শেয়ার কিনল অ্যাক্সিস ব্যাংক

ম্যাক্স লাইফ ইনসুরেন্সের ২৯ শতাংশ শেয়ার কিনল অ্যাক্সিস ব্যাংক

3 stocks recomended

নয়াদিল্লি:  ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ২৯% শেয়ার কিনতে চলেছে অ্যাক্সিস ব্যাংক৷ এই চুক্তির মাধ্যমে বিমা সংস্থায় নিজেদের অংশীদারিত্ব বাড়াতে চলেছে ভারতের এই তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক৷

ম্যাক্স লাইফে একটি ছোট শেয়ার ছিল অ্যাক্সিস ব্যাংকের৷ মঙ্গলবার ব্যাংকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ম্যাক্স ফিনান্স সার্ভিস লিমিটেডের কাছ থেকে অতিরিক্ত ২৯ শতাংশ শেয়ার কিনতে চলছে তারা৷ চুক্তি সাক্ষরিত হলে ম্যাক্স লাইফের মোট ৩০ শতাংশ শেয়ার চলে আসবে অ্যাক্সিস ব্যাংকের ঝুলিতে৷ তবে এই শেয়ারের জন্য কত টাকা খরচ হচ্ছে, সে সম্পর্কে অ্যাক্সিস ব্যাংকের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি৷ তবে সূত্রের খবর, ১,৬০০ কোটি টাকার বিনিময়ে এই শেয়ার কেনা হয়েছে৷ দুটি ধাপে এই টাকা মেটাবে অ্যাক্সিস ব্যাংক৷

লেনদেন শেষ হওয়ার পর, ম্যাক্স লাইফ ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এক্সিস ব্যাংকের মধ্যে  ৭০: ৩০ এর যৌথ উদ্যোগ তৈরি হবে। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০১৯ সালে ১৯.৯৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল। বর্তমানে ম্যাক্স লাইফের ৭২.৫ শতাংশ এবং মিতসুই সুমিটোমো ইনসুরেন্স (এমএসআই)-এর ২৫.৫ শতাংশ শেয়ার রয়েছে ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেসের। ভারতের বৃহত্তম বেসরকারি জীবন বিমা সংস্থা হল ম্যাক্স লাইফ৷ ভারতে মোট ৫৭টি ইনসুরেন্স কোম্পানি আছে৷ এর মধ্যে ২৪টি জীবন বিমা এবং ৩৩টি সাধারণ এবং হেলথ ইনসুরেন্স৷ তবে অ্যক্সিস ব্যাংকের নিজস্ব কোনও ইনসুরেন্স বিভাগ নেই৷ 

অ্যাক্সিস ব্যাংক এবং ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে একটি ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা ১৯ লাখেরও বেশি গ্রাহককে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং সুরক্ষা দেয়। এই লেনদেনের ঘোষণাপত্রে অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও অমিতাভ চৌধুরী বলেন, ‘‘ বর্তমান সংকের মধ্যেই আমরা ভারতের স্বল্প-জীবন বিমা খাতে দীর্ঘমেয়াদী সম্ভাবনাগুলির উপর আস্থা রেখে চলেছি। আমরা নিশ্চিত যে, এই লেনদেনের ফলে আরও শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে৷’’ অন্যদিকে, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনলজিৎ সিং বলেন, ‘‘এই মেলবন্ধনের ফলে ম্যাক্স লাইফ ইনসুরেন্স ভারতীয় জীবন বিমা প্রাঙ্গনে আরও শক্তিশালী হয়ে উঠবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + twelve =