কলকাতা: দূরপাল্লার ট্রেনে চার্ট হাতে নিয়ে টিটিদের টিকিট পরীক্ষা করার দিন শেষ হতে চলেছে। কাগজের চার্টের বদলে নয়া ইলেকট্রনিক ডিভাইস হাতে নিয়ে এবার স্মার্ট হবেন টিকিট পরীক্ষকরা। নয়া ডিভাইস নিয়ে গত ১১ ডিসেম্বর এক নির্দেশিকা জারি করেছে রেল বোর্ড। প্রতিটি জোনকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কাগজের ব্যবহার কমিয়ে সবুজ বাঁচানোর জন্যই হোক কিংবা ‘ডিজিটাল ইন্ডিয়া’র রাস্তা প্রশস্ত করা—উদ্দেশ্য যাই হোক না কেন, এই পদক্ষেপে যাত্রীদের সুবিধা হবে বলেই জানাচ্ছেন রেলকর্তাদের অনেকে। তাঁদের বক্তব্য, এই ব্যবস্থায় আরএসি, এমনকী পরিস্থিতি অনুযায়ী ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের সামনে নিশ্চিত আসন পাওয়ার আরও বেশি সুযোগ তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নয়া ব্যবস্থায় গোটা পর্বে আরও স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দেওয়া যাবে।
চার্টের দিন শেষ, দূরপাল্লার ট্রেনে এবার নয়া পদ্ধতি চালু
কলকাতা: দূরপাল্লার ট্রেনে চার্ট হাতে নিয়ে টিটিদের টিকিট পরীক্ষা করার দিন শেষ হতে চলেছে। কাগজের চার্টের বদলে নয়া ইলেকট্রনিক ডিভাইস হাতে নিয়ে এবার স্মার্ট হবেন টিকিট পরীক্ষকরা। নয়া ডিভাইস নিয়ে গত ১১ ডিসেম্বর এক নির্দেশিকা জারি করেছে রেল বোর্ড। প্রতিটি জোনকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কাগজের ব্যবহার কমিয়ে সবুজ বাঁচানোর জন্যই