নয়াদিল্লি: চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ শাসকদল বিজেপির ভরাডুবির গতিপ্রকৃতি স্পষ্ট হতেই মঙ্গলবার নামল শেয়ার সূচক৷ শুক্রবার একজিট পোলের ইঙ্গিত মিলেছিল, থামতে পারে গেরুয়া ঝড়৷ তখন থেকেই নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। আজ, ভোটের ফলাফল প্রকাশ হতেই বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৪,৫৮৪.১৩ পয়েন্টে। নিফটি ছিল ১০,৩৫০. ০৫ শতাংশে। সকাল সাড়ে ন’টায় সেনসেক্স ৫০১. ৬৬ পয়েন্ট অর্থাৎ ১.৪৩ শতাংশ নামে। নিফটি নামে ১৩১. ৬০ পয়েন্ট অর্থাৎ ১.২৫ শতাংশ। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৪,৯৫৯.৭২ পয়েন্টে। আগের দিনের তুলনায় ৭১৩.৫৩ অর্থাৎ ২ শতাংশ কম। নিফটি ছিল ১০, ৪৮৮.৪৫ পয়েন্টে। আগের দিনের তুলনায় ২০৫.২৫ পয়েন্ট অর্থাৎ ১.৯২ শতাংশ কম। এশিয়ার অন্যান্য দেশেও নেমেছে শেয়ার সুচক। নিক্কি পড়েছে ২.১২ শতাংশ, হ্যাং সেং পড়েছে ১.১৯ শতাংশ এবং সাংহাই কম্পোজিট পড়েছে ০.৮২ শতাংশ। কিছুদিন আগে চিন ও আমেরিকার মধ্যে চুক্তি হওয়ার পরে বাজারে স্বস্তি এসেছিল। সামান্য হলেও বেড়েছিল শেয়ারের দাম। কিন্তু সম্প্রতি জানা যায়, ফের শুরু হতে পারে বাণিজ্য যুদ্ধ। তাতে ক্ষতি হতে পারে চিনা অর্থনীতির। এর ফলে বাজারে ফের ধস নামতে শুরু।
#AssemblyElections2018: ধরাশায়ী বিজেপি, বড় ধস শেয়ার বাজারে
নয়াদিল্লি: চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ শাসকদল বিজেপির ভরাডুবির গতিপ্রকৃতি স্পষ্ট হতেই মঙ্গলবার নামল শেয়ার সূচক৷ শুক্রবার একজিট পোলের ইঙ্গিত মিলেছিল, থামতে পারে গেরুয়া ঝড়৷ তখন থেকেই নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। আজ, ভোটের ফলাফল প্রকাশ হতেই বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৪,৫৮৪.১৩ পয়েন্টে। নিফটি ছিল ১০,৩৫০. ০৫ শতাংশে। সকাল সাড়ে ন’টায়