গাড়ি শিল্পে বড় ধাক্কা, ব্যবসা গোটাচ্ছে অশোক লেল্যান্ড

নয়াদিল্লি: মারুতি পর এবার অশোক লেল্যান্ড৷ এবার দফায় দফায় প্রায় দু’মাস কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল অশোক লেল্যান্ড লিমিটেডের৷ গোটা দেশে পণ্যবাহী গাড়ি উৎপাদনে উল্লেখযোগ্য নাম এই অশোক লেল্যান্ড৷ একই সঙ্গে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের গাড়ি বিক্রির ভয়াবহ রিপোর্ট প্রকাশ এসেছে৷ সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের অটোমোবাইল উৎপাদন শিল্পে আগস্টে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে

3 stocks recomended

গাড়ি শিল্পে বড় ধাক্কা, ব্যবসা গোটাচ্ছে অশোক লেল্যান্ড

নয়াদিল্লি: মারুতি পর এবার অশোক লেল্যান্ড৷ এবার দফায় দফায় প্রায় দু’মাস কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল অশোক লেল্যান্ড লিমিটেডের৷ গোটা দেশে পণ্যবাহী গাড়ি উৎপাদনে উল্লেখযোগ্য নাম এই অশোক লেল্যান্ড৷ একই সঙ্গে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের গাড়ি বিক্রির ভয়াবহ রিপোর্ট প্রকাশ এসেছে৷

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের অটোমোবাইল উৎপাদন শিল্পে আগস্টে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে ৪১.১ শতাংশ৷ ২০১৮ তুলনায় গাড়ি বিক্রি সংখ্যা কমেছে প্রায় দেড় লাখের কাছাকাছি৷ দু’চাকার গাড়ি বিক্রির হার কমেছে ২২.২ শতাংশ৷ গত ২০১৮ সালের নিরিখে এ বছর ১৫ লাখের কম গাড়ি বিক্রি হয়েছে বলেও জানানো হয়েছে৷

ধারাবাহিকভাবে গাড়ি বিক্রির ভাটা ও বিশ্ব অর্থনৈতিক মন্দার জেরে ইতিমধ্যেই উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষ৷ গোটা দেশজুড়ে পাঁচটি উৎপাদন কেন্দ্রে মোট ৬০ দিন উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ উৎপাদনের তুলনায় চাহিদা কম থাকায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ উৎপাদন বন্ধ থাকার কারণে কর্মীদের বেতনের প্রভাব পড়তে চলেছে বলে সংস্থা সূত্রে খবর৷ কারণ উৎপাদন বন্ধ হলে শ্রমিকদের বেতন দেওয়া যাবে না বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷

অন্যদিকে মারুতিও উৎপাদন বন্ধ রেখেছে৷ একই সঙ্গে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই কর্তৃপক্ষ৷ মন্দার কারণে আগেই ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল মারুতি সুজুকি৷ গত ১০ বছরে এই প্রথম দু’দিনের জন্য উৎপাদন বন্ধ রাখে মারুতি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, গত ৭ ও ৯ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ৷ গত ১০ বছরে এই প্রথম উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে মারুতি কর্তৃপক্ষ৷

এমনিতেই আগস্টে টাটা মটরের বিক্রি কমেছে ৩১ শতাংশ৷ টাটা মোটরসের উৎপাদন কমেছে ৩৩ শতাংশ৷ হন্ডার বিক্রি কমেছে ৫১ শতাংশ৷ গত আগস্টে তুলনায় গাড়ি বিক্রি কমেছে গাড়ি বিক্রির ২৫ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =