নয়াদিল্লি: তাঁকে দফায় দফায় আক্রমণ করছেন বিজেপির নেতা-মন্ত্রী-সংসদরা৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, মুকুল রায়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষেরা একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ বিজেপির নেতারা তাঁকে আক্রমণ করলেও এই প্রথম নোবেলজয়ী অভিজিতবাবু সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নোবেলজয়ী সঙ্গে সাক্ষাৎকারের পর টুইটারে মোদি জানিয়েছেন, নোবেলজয়ী সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে৷ মানুষের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগ দেখলাম৷ অভিজিতের সাফল্যে গর্বিত গোটা দেশ৷’’ নোবেলজয়ী সাক্ষাতের পর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎকারের একটি ছবিও প্রকাশ করেছেন৷ জানা গিয়েছে, আজ প্রায় ২৫ মিনিট মোদি-অভিজিতের বৈঠক হয়৷
PM Modi: Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours pic.twitter.com/6Htpj7rEAx
— ANI (@ANI) October 22, 2019
Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours. pic.twitter.com/SQFTYgXyBX
— Narendra Modi (@narendramodi) October 22, 2019
এর আগেও একটি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ‘সত্যিই জনপ্রিয়’৷ তাঁর বিপুল জনসমর্থন পাওয়ার কারণ, দেশবাসীর মনে হয়েছে দেশের দ্বিতীয় এমন কোনও নেতা নেই যাঁদের ভোট দিয়ে লাভ হবে৷ মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয় যে কোনও সরকার ১০০টা জিনিস করে৷ আর মানুষকে তার পরিপ্রেক্ষিতে ভোট দিতে হয়৷ নরেন্দ্র মোদি মানুষের ভোট দেওয়ার কারণ ভোটারদের কাছে আর কোন জনপ্রিয় নেতা ছিল না৷বিরোধীদের মধ্যে ভালো কোনও নেতা যাকে জেতানো যায়৷