আর্থিক দুর্দশার আরও এক ধাপ, দুশ্চিন্তা বাড়ল মোদি সরকারের

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেই মোদী সরকারের দুশ্চিন্তা বাড়াল জিএসটি পরিসংখ্যান৷ জিডিপি কমে যাওয়া, শিল্পে মন্দা, কর্মসংস্থানে ধাক্কা, বেকারত্বের হার বেড়ে যাওয়া, সবমিলিয়ে ইতিমধ্যেই কোনঠাস মোদী সরকার৷ তার উপর যুক্ত হল জিএসটি৷ পরিষেবা কর আদায়ে এই অক্টোবরে জোর ধাক্কা খেয়েছে মোদী সরকার৷ প্রতি মাসে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১০০ হাজার কোটি টাকা৷ কিন্তু এবার তা থমকে

3 stocks recomended

আর্থিক দুর্দশার আরও এক ধাপ, দুশ্চিন্তা বাড়ল মোদি সরকারের

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেই মোদী সরকারের দুশ্চিন্তা বাড়াল জিএসটি পরিসংখ্যান৷ জিডিপি কমে যাওয়া, শিল্পে মন্দা, কর্মসংস্থানে ধাক্কা, বেকারত্বের হার বেড়ে যাওয়া, সবমিলিয়ে ইতিমধ্যেই কোনঠাস মোদী সরকার৷

তার উপর যুক্ত হল জিএসটি৷ পরিষেবা কর আদায়ে এই অক্টোবরে জোর ধাক্কা খেয়েছে মোদী সরকার৷ প্রতি মাসে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১০০ হাজার কোটি টাকা৷ কিন্তু এবার তা থমকে গেল ৯৫ হাজার কোটিতেই৷ বিশেষজ্ঞদের ধারণা, অর্থনৈতিক বেহাল দশার কারণেই এই জিএসটিতে প্রভাব পড়েছে৷

গত বছর অক্টোবরে জিএসটি আদায় হয়েছিল ১০০,৭১০ কোটি টাকা৷ এবার তা কমে দাঁড়িয়েছে ৯৫,৩৮০ কোটি টাকা৷ এবারের কর আদায় গতবারের তুলনায় অনেক কম৷ তবে এই পরিমাণ আগের মাসের তুলনায় অনেকটাই বেশি৷ সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছিল ৯১,৯১৬ কোটি টাকা৷

গত বছর অক্টোবরে জিএসটি আদায় হয়েছিল ১০০,৭১০ কোটি টাকা৷ এবার তা কমে দাঁড়িয়েছে ৯৫,৩৮০ কোটি টাকা৷ এবারের কর আদায় গতবারের তুলনায় অনেক কম৷ তবে এই পরিমাণ আগের মাসের তুলনায় অনেকটাই বেশি৷ সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছিল ৯১,৯১৬ কোটি টাকা৷

সরকারি পরিসংখ্যা বলছে, অক্টোবরে কেন্দ্রীয় জিএসটি আদায় হয়েছে ১৭,৫৮২ কোটি টাকা, রাজ্য জিএসটি থেকে আদায় হয়েছে ২৩,৬৭৪ কোটি টাকা৷ আর সম্মিলিত জিএসটি থেকে আদায় ৪৬,৫১৭ কোটি টাকা৷ সেস আদায় হয়েছে ৭,৬০৭ কোটি টাকা৷ এতে প্রমাণিত উৎসবের মরশুমেও বিক্রি বাড়েনি সে অর্থে৷ তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, জিএসটি আদায় কম মানেই ব্যবসায় মন্দা এই ধারণা ঠিক নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =