নয়াদিল্লি: বিশিষ্ট প্রযুক্তিবিদ অরবিন্দ কৃষ্ণর হাতে উঠল আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএমের দায়িত্বভার৷ ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ এবার ওই সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন৷ বর্তমান সিইও ভার্জিনিয়া রোমেটি নিজে তাঁর জায়গায় কৃষ্ণর নাম মনোনীত করেন৷
অরবিন্দ কৃষ্ণর হাতে দায়িত্ব তুলে দিয়ে রোমেটি জানান, অরবিন্দ কৃষ্ণ আগামী দিনে আইবিএমকে যথাযথ ভাবে নেতৃত্ব দিতে পারবে৷ সংস্থার সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন তিনি৷ চলতি বছর ডিসেম্বর মাসে চাকরির মেয়াদ শেষ হয় রোমেটির৷ তাই আইবিএমের বোর্ড অফ ডিরেক্টরস অরবিন্দ কৃষ্ণকে পরবর্তী সিইও ঘোষণা করার পাশাপাশি বোর্ডের একটি ডিরেক্টর পদেও নিয়োগ করা হয়৷
অরবিন্দ কৃষ্ণ বর্তমানে ওই সংস্থার ক্লাউড ও কগনিটিভ সফটওয়্যার সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেন৷ ৫৭ বছর বয়সী অরবিন্দ কৃষ্ণ কানপুর আইআইটির প্রাক্তনী৷ এরপর তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন৷ ১৯৯০ সালে তিনি এই তথ্য প্রযুক্তি সংস্থায় যোগদান করেন৷ এপ্রিল মাসে তিনি এই সংস্থার সিইও পদের দায়িত্ব ভার গ্রহণ করবেন৷ সংস্থার তরফ থেকে তাঁর পরবর্তী সিইও হিসেবে নাম ঘোষণা পরেই একটি সংবাদ মাধ্যমের কাছে নিজের বক্তব্য প্রকাশ করে অরবিন্দ কৃষ্ণ৷ জানালেন ওই সংস্থা তাঁর ওপর এত ভরসা রেখেছে, তার জন্য তিনি একই সাথে অভিভূত এবং কৃতজ্ঞও৷