দেশিয় উড়ানে বিমান ভাড়ায় বড় ছাড়ের ঘোষণা

দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বিমান ভাড়ায় ১০ শতাংশ ছাড় দিল উড়ান সংস্থা ভিস্তারা। সংস্থার তরফে মঙ্গলবার টুইটারে এই তথ্য দেওয়া হয়েছে। তবে নূন্যতম চার জন যাত্রী একসঙ্গে টিকিট কাটলে তবে এই সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে কয়েকটি নির্দিষ্ট রুটের বাইরে অন্যত্র এই অফার যাত্রীরা পাবেন না। আর সবকটি টিকিটই ইকনমিক ক্লাসের হতে হবে বলে জানিয়েছে

দেশিয় উড়ানে বিমান ভাড়ায় বড় ছাড়ের ঘোষণা

দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বিমান ভাড়ায় ১০ শতাংশ ছাড় দিল উড়ান সংস্থা ভিস্তারা। সংস্থার তরফে মঙ্গলবার টুইটারে এই তথ্য দেওয়া হয়েছে। তবে নূন্যতম চার জন যাত্রী একসঙ্গে টিকিট কাটলে তবে এই সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে কয়েকটি নির্দিষ্ট রুটের বাইরে অন্যত্র এই অফার যাত্রীরা পাবেন না। আর সবকটি টিকিটই ইকনমিক ক্লাসের হতে হবে বলে জানিয়েছে ভিস্তারা কর্তৃপক্ষ।

অফাররে ব্যাপারের কিছু তথ্য: দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট রুটে ছাড় পাওয়া যাবে বলে খবর। এই অফারটি শুধু একদিকের যাত্রার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভিস্তারার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে তবেই এই অফার পাওয়া যাবে। এই অফারের মধ্যে টিকিট কাটার পর কেউ যদি যাত্রা বাতিল করতে বা কোনও রকম পরিবর্তন করতে চান তাহলে তাঁকে কাস্টমার সার্ভিস সেন্টারের দ্বারস্থ হতে হবে বলে ভিস্তারার তরফে জানান হয়েছে। বিশেষ পরিস্থিতিতে আগে থেকে খবর না দিয়েই বিমানের সময় বদলে ফেলতে পারে উড়ান সংস্থা।

দেশীয় বাজারে প্রতিযোগিতা তীব্র হচ্ছে বলে প্রতিটি সংস্থাই অফার দিচ্ছে। ভিস্তারার পাশাপাশি গো এয়ারের মতো সংস্থাও অফার দিচ্ছে। ১৩৭৫ টাকা ভাড়ায় এই উড়ান সংস্থা দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ দিচ্ছে। তবে বুকিং সেরে ফেলতে হবে এ মাসের ১৭ তারিখ মানে বৃহস্পতিবারের মধ্যে। গত সপ্তাহে আরও ২০টি নতুন রুট চালু করেছে গো এয়ার। এদিকে ডিজিসিএ জানিয়েছে এ বছরের প্রথম দুমাসে দেশীয় সংস্থাগুলি বহন করা যাত্রীর সংখ্যা গত বছরের এই সময়ের তুলনায় ৭. ৪২ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *