অনিল আম্বানির রিলায়েন্সকে দেউলিয়া ঘোষণা

নয়াদিল্লি: মোদির বদান্যে রাফালে বিমান সংস্থার অংশীদার হলেও দেশের আইনে দেউলিয়া হওয়া থাকে নিজেকে বাঁচাতে পারলেন না অনিল আম্বানি। দেশের দেউলিয়া আইনে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনকে দেউলিয়া ঘোষণা করা হল৷ ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবুনালে এই ঘোষণা করেছে৷ এই রিলায়েন্স সংস্থাকেই রাফালে বিমানের অংশীদার করে মুনাফার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মোদির আনুকল্যে অগাধ মুনাফার সুযোগ

অনিল আম্বানির রিলায়েন্সকে দেউলিয়া ঘোষণা

নয়াদিল্লি: মোদির বদান্যে রাফালে বিমান সংস্থার অংশীদার হলেও দেশের আইনে দেউলিয়া হওয়া থাকে নিজেকে বাঁচাতে পারলেন না অনিল আম্বানি। দেশের দেউলিয়া আইনে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনকে  দেউলিয়া ঘোষণা করা হল৷ ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবুনালে এই ঘোষণা করেছে৷

এই রিলায়েন্স সংস্থাকেই রাফালে বিমানের অংশীদার করে মুনাফার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মোদির আনুকল্যে অগাধ মুনাফার সুযোগ পেয়েও আম্বানির নিজস্ব কোম্পানিকে দেউলিয়া ঘোষণা আটকাতে পারলেন না। এদিন ট্রাইবুনালে আম্বানির আর কমের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার অনাদায়ী ঋণের মামলা দায়ের করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কনসরটিয়াম।

ট্রাইব্যুনাল এই প্রথম আম্বানির মতো বড় কর্পোরেট সংস্থা আর কমকে দেউলিয়া ঘোষণা করল। টেলিকম পরিষেবা জিও বাজারে আসায় অনিল আম্বানির এই টেলিকম পরিষেবা সংস্থা আর কমের বিশাল লোকসানে ভরাডুবি হয়েছে। এনিয়ে অনাদায়ী ঋণ আদায়ে ঋণ দাতারা ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। এদিন ট্রাইব্যুনাল আর কমের বোর্ড বাতিল করে পেশাদারদের নতুন কমিটি গঠন করেছে। এছাড়া স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে ঋণদাতাদের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আম্বানির অনুরোধে দেউলিয়া প্রক্রিয়া ৩৫৭ দিন স্থগিত রাখার সময়সীমা ৩০ এপ্রিল শেষ হওয়ায় ট্রাইব্যুনাল দেউলিয়া প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। গত দু’বছর ধরে আর কম বন্ধ। দাদা মুকেশ আম্বানির জিও-কে আর কম বিক্রি করে অর্থ সংগ্রহ করে দেউলিয়া প্রক্রিয়া বন্ধ করার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন অনিল আম্বানি। কিন্তু তাতে তিনি দেনার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে উঠতে পারেননি। তাই পারলেন না দেউলিয়া প্রক্রিয়া বন্ধ করতে। অবশেষে দেউলিয়া ঘোষণা হয়ে গেল মোদির সাধের রাফালের অংশীদার অনিল আম্বানির আর কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *