গণেশকে ২০কেজি সোনার মুকুট গড়িয়ে দিলেন আম্বানিপুত্র

মুম্বই: সত্যিই এগদে টাকা গাছে ফলে!  ৫ হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করার পর এবার ২০ কেজি সোনা দিয়ে গণেশ ঠাকুরকে মুকুট গড়িয়ে দিলেন…

Anant Ambani gold crown Ganesh idol

মুম্বই: সত্যিই এগদে টাকা গাছে ফলে!  ৫ হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করার পর এবার ২০ কেজি সোনা দিয়ে গণেশ ঠাকুরকে মুকুট গড়িয়ে দিলেন আম্বানিপুত্র! (Anant Ambani gold crown Ganesh idol)

গণেশ ঠাকুরকে সোনার মুকুট

আম্বানিপুত্র অনন্ত আম্বানির বিয়ের খরচ চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। এবার সেই অনন্তের দানও চমকে দিল গোটা মুম্বইকে। গোটা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ উৎসব। যদিও মুম্বইতে এর উদযাপন গোটা বিশ্বের কাছে খ্যাতি অর্জন করেছে। সেই মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা গণেশ মূর্তিতে ১৫ কোটি টাকা দামের ২০ কেজি সোনার মুকুট উৎসর্গ করলেন মুকেশ আম্বানির পুত্র। সেখানেই নজর কেড়েছে গণপতির নতুন মুকুট।

গণপতির নতুন মুকুট

জানা গিয়েছে, দু’মাস ধরে তৈরি হয়েছে এই সোনার মুকুট। চলতি বছরের গণেশ উৎসব শুরু হবে ৭
সেপ্টেম্বর। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, লালবাগচা রাজা গণেশ পুজোর সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই এই পরিবারকে হাজির থাকতে দেখা যায় গণেশ চতুর্থীর উৎসবে।

রিলায়্যান্স ফাউন্ডেশন

গত ১৫ বছর ধরে অনন্ত আম্বানিকে দেখা যায় গিরগাঁও চৌপট্টি বিচে গণপতি বিসর্জনে। এছাড়াও পুজো কমিটির নানা কাজে শামিল হতে দেখা যায়। অনন্তকে। নানাভাবে এই পুজো কমিটিকে সাহায্য করে মুকেশ আম্বানির রিলায়্যান্স ফাউন্ডেশনও। এক্সিকিউটিভ অ্যাডভাইসার হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন আম্বানিপুত্র।

আরও পড়ুন-

এশিয়ার সবচেয়ে ধনী ভারতীয় এই গ্রামের নাম জানেন? 

এবার কি ২৩ হাজারে পৌঁছবে NIFTY? প্রভাব কোন কোন সেক্টরে?

আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব! কেন্দ্রকে নিশানা বিরোধীদের

BusinessAnant Ambani, son of Indian billionaire Mukesh Ambani, has offered a 20kg gold crown to the famous Lalbaugcha Raja Ganesh idol in Mumbai. This extravagant donation has captured the attention of the nation.