মাখন হাতে আমূল কন্যার ‘টেলিকম’ খোঁচা, জবাব মন্ত্রীর

নয়াদিল্লি: ‘আবার সহজলভ্য ফোন’৷ আমূল গার্লের একহাতে ফোন আর অন্য হাতে ব্রেড-বাটার নিয়ে একটি মজার কার্টুন৷ আর তার নীচে লেখা, ‘এর জন্য কল করুন৷’ এই সুন্দর শুভেচ্ছাবার্তাটি দেশের টেলিকম বিভাগের জন্য, জনপ্রিয় ও প্রসিদ্ধ সংস্থা আমূলের তরফ থেকে৷ আমূলের এই ট্যুইটা স্বভাবতই দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের৷ রিট্যুই করে তিনি লেখেন, ‘কারণ

3 stocks recomended

মাখন হাতে আমূল কন্যার ‘টেলিকম’ খোঁচা, জবাব মন্ত্রীর

নয়াদিল্লি: ‘আবার সহজলভ্য ফোন’৷ আমূল গার্লের একহাতে ফোন আর অন্য হাতে ব্রেড-বাটার নিয়ে একটি মজার কার্টুন৷ আর তার নীচে লেখা, ‘এর জন্য কল করুন৷’ এই সুন্দর শুভেচ্ছাবার্তাটি দেশের টেলিকম বিভাগের জন্য, জনপ্রিয় ও প্রসিদ্ধ সংস্থা আমূলের তরফ থেকে৷ আমূলের এই ট্যুইটা স্বভাবতই দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের৷ রিট্যুই করে তিনি লেখেন, ‘কারণ মোবাইল ফোনগুলি অনেকের কাছে রুজি-রুটির উৎস৷’

আর্থিক ঘাটতির কারণে ধুঁকতে থাকা টেলিকম সংস্থাগুলিকে সহায়তার জন্য বৃহস্পতিবার বিশেষ ছাড়ের কথা ঘোষণা করে টেলিকম মন্ত্রক৷ ফলে আগামী দু’বছর বিনামূল্যে স্পেকট্রাম ব্যবহার করতে পারবে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ভারতী এবং রিলায়েন্স জিও-র মতো দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷

কিছুদিন আগেই টেলিকম মন্ত্রকের ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিলামে কেনা এই স্পেকট্রামের জন্য বার্ষিক কিস্তিতে টাকা পরিশোধ করতে বলা হয়েছিল সংস্থাগুলিকে৷ এই বিপুল পরিমাণ অর্থ দিতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়ে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ভারতী৷ এরপর অর্থনৈতিক ঘাটতি পূরণ করতে ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থাগুলিকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়৷ একই সিদ্ধান্ত নেয় রিলায়েন্স জিও৷ ফলে স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকেরা। আগামী মাসেই তাদের বর্দ্ধিত ট্যারিফ জানাবে তিন সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =