৫ বছরে ১৪,৯২৫ % আয় বাড়ল অমিত-পুত্রের সংস্থার! কীভাবে?

নয়াদিল্লি: ব্যাবসায় আকস্মিক অর্থনৈতিক অগ্রগতির সৌজন্যে ফের সমালোচনার মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পুত্র জয় শাহ৷ অমিত পুত্রের ব্যবসায় রাতারাতি লক্ষ্ণীলাভের ঘটনা প্রকাশ্যে এনে কংগ্রেসের মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘দেশে সত্যিই আর্থিক মন্দা কেটে গিয়েছে৷ গোটা দেশের অর্থনীতি যখন ডুবতে শুরু করেছে, তখন একমাত্র শাহ পরিবার ও কেন্দ্রীয় সরকারের বিকাশ হচ্ছে৷’’

3 stocks recomended

৫ বছরে ১৪,৯২৫ % আয় বাড়ল অমিত-পুত্রের সংস্থার! কীভাবে?

নয়াদিল্লি: ব্যাবসায় আকস্মিক অর্থনৈতিক অগ্রগতির সৌজন্যে ফের সমালোচনার মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পুত্র জয় শাহ৷ অমিত পুত্রের ব্যবসায় রাতারাতি লক্ষ্ণীলাভের ঘটনা প্রকাশ্যে এনে কংগ্রেসের মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘দেশে সত্যিই আর্থিক মন্দা কেটে গিয়েছে৷ গোটা দেশের অর্থনীতি যখন ডুবতে শুরু করেছে, তখন একমাত্র শাহ পরিবার ও কেন্দ্রীয় সরকারের বিকাশ হচ্ছে৷’’

সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে, ২০১৪ সাল থেকে শেষ পাঁচ বছরে অমিত শাহের পুত্র জয় শাহের সংস্থার আয় আশ্চর্যজনক ভাবে প্রায় ১৫ হাজার শতাংশ বেড়েছে৷ মোট ১৪,৯২৫ শতাংশ৷ ২০১৪ সালে জয় শাহের সংস্থা কুসুম ফিনসার্ভ লিমিটেডের মোট আয় ছিল ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা৷ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ কোটি ৬১ লক্ষ টাকা৷

গত দু’বছর নিজের সংস্থার আয়ের হিসাব না দেখালেও সম্প্রতি খতিয়ান জমা দিয়েছেন অমিত-পুত্র৷ এরপর থেকেই বিরোধী নেতাদের একাধিক প্রশ্নের মুখে পড়েছেন শাহ-পুত্র৷ কংগ্রেসের তরফে পবন খেরা জয়কে প্রশ্ন ছুঁড়ে বলেছেন, তথ্য জমা দিতে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ওঁকে অপেক্ষা করতে হল? শাহ পরিবারের ওই সংস্থা কী ব্যবসা করেন? তা কারও জানা নেই৷ কী এমন ব্যবসা? মাত্র কয়েক বছরে ১৫ হাজার শতাংশ বেড়ে যায় মুনাফা৷

দেশের আর্থিক পরিস্থিতিকে ইস্যু করে আগেও বহুবার বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস৷ বর্তমান পরিস্থিতিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়া হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে কংগ্রেস, তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =