ওয়াশিংটন: করোনায় বিশ্ব মহামারীর মধ্যেই পৃথিবীর প্রথম বিত্তবান ব্যক্তি হয়ে উঠলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস৷ করোনাভাইরাস আতঙ্কে যখন সারা বিশ্ব স্তব্ধ, সেই পরিস্থিতিতে ই-কমার্স ব্যবসার রমরমা বিশ্ব জুড়ে৷ সম্প্রতি বেজোস এই ব্যবসায় ২৪০০কোটি ডলার লাভ করেছেন৷
বিশ্ব বাজারে তাঁর রিয়েল টাইম আর্থিক মূল্য এখন ১৩ হাজার ৮৫০ কোটি ডলার৷ বিশ্বজুড়ে মহামারীর আবহে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন বিশ্বের পয়লা নম্বর ধনী৷ বিশ্বের ধনীদের তালিকায় ৯৮০ কোটি ডলার মূল্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস৷ ফোর্বসের ৩৪ তম বিশ্বের কোটিপতিদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ তবে, গোটা বিশ্ব যখন করোনা ভয়ে কাঁপছে, কাজ হারিয়ে অনিশ্চিত যখন বিশ্বের কেয়ক কোটি জনতার ভবিষ্যৎ, অভুক্ত জনতা, ঠিক তখনই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস নিউ ইয়র্ক শহরে ১.৬ কোটি ডলার মূল্যের ৩০০০ বর্গ ফিটের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন৷
এর আগে ওই অ্যাপার্টমেন্ট সংলগ্ন ৮ কোটি ডলার মূল্যের কন্ডোভিলও কিনেছিলেন তিনি৷ এই কন্ডোভিলগুলির নিচের তলায় অস্থিত নতুন অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি বেডরুম ও সাড়ে তিনটি বাথরুম৷
এছাড়াও গতবছর গ্রীষ্মে ম্যাডসিন স্কোয়্যার পার্কের উল্টোদিকে ১৯১২ সালে তৈরি সংস্কার করা একটি নিও-গথিক স্থাপত্যের পেন্টহাউস ও দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন বেজোস৷ দালাল সংস্থার ৪৩% কমিশনসহ দাম পড়েছিল ১৩ হাজার ৮৫০ কোটি ডলার৷ করোনাভাইরাসের আক্রমনে সারা বিশ্ব আক্রান্ত, অ্যামাজন তখন ব্যবসার অংকে চূড়ান্ত স্থান অধিকার করছে৷