৪০ হাজার ব্যয়ে ২ লক্ষ টাকা লাভ! টাকার গাছ লাগাবেন নাকি?

কলকাতা: ৪০ হাজার ব্যয়ে ২ লক্ষ টাকা লাভ দু-এক মাসেই৷ না কোনও স্টক বা শেয়ারের কথা বলছি না তাহলে কি বাড়িতে একটা টাকার গাছ লাগাবেন?…

কলকাতা: ৪০ হাজার ব্যয়ে ২ লক্ষ টাকা লাভ দু-এক মাসেই৷ না কোনও স্টক বা শেয়ারের কথা বলছি না
তাহলে কি বাড়িতে একটা টাকার গাছ লাগাবেন? লাগিয়ে ফেলতে পারেন অ্যালোভেরা গাছ। সেটাই আপনাকে দেবে বড় লাভ৷

এই গাছ দিয়ে ঝরবে টাকা আপনি যদি কোনও নার্সারি থেকে দশ টাকা দিয়ে৷ একটি অ্যালোভেরা গাছ কিনে নিয়ে আসেন৷  তিন মাসের মধ্যেই একটি গাছ থেকে তিনটা থেকে চারটা চারা উৎপাদন হবে। এই অ্যালোভেরা চাষ করে আপনি সারা বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন৷ অল্প কিছু জমিতে চাষ শুরু করুন অ্যালোভেরার একবার ইনভেস্টমেন্ট করলেই পাঁচ বছর পর্যন্ত লাভ পাবেন৷ কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক একর জমিতে অ্যালোভেরা চাষ করা যায় তাহলে প্রায় ২০ হাজার কিলোগ্রাম অ্যালোভেরা উৎপাদন করা সম্ভব৷ অ্যালোভেরার তাজা পাতা বিক্রি করে আপনি ৫ থেকে ৬ টাকা প্রতি কেজিতে পাবেন। এক বিঘা জমিতে কৃষক অ্যালোভেরার ১২ হাজার গাছ লাগাতে পারেন অর্থাৎ এক বিঘা জমিতে অ্যালোভেরা চাষ করলে আপনার ৪০ হাজার টাকা খরচ হবে। ফলে এক বিঘায় প্রায় দেড় থেকে দু-লাখ টাকা আপনার লাভ থাকবে।