বিক্রি না হলে বন্ধ হবে এয়ার ইন্ডিয়া, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: বেসরকারীকরণ হবেই৷ সেটাই লক্ষ্য৷ আর তা না হলে বন্ধ করে দেয়া হবে পরিষেবা৷ এবার এই নীতি নিয়ে চলছে শুরু করল কেন্দ্র নরেন্দ্র মোদি সরকার৷ প্রকাশ্যে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী৷ সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ না করলে তা বন্ধ করে দিতে হবে৷ কেননা, বেসরকারি হাতে

3 stocks recomended

বিক্রি না হলে বন্ধ হবে এয়ার ইন্ডিয়া, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: বেসরকারীকরণ হবেই৷ সেটাই লক্ষ্য৷ আর তা না হলে বন্ধ করে দেয়া হবে পরিষেবা৷ এবার এই নীতি নিয়ে চলছে শুরু করল কেন্দ্র নরেন্দ্র মোদি সরকার৷ প্রকাশ্যে তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী৷

সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ না করলে তা বন্ধ করে দিতে হবে৷ কেননা, বেসরকারি হাতে না গেলে এয়ার ইন্ডিয়া চলানো কঠিন৷ এয়ার ইন্ডিয়া বিলগ্নীকরণের বিষয়ে মন্ত্রাীর জবাব, এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকসংস্থার হাতে তুলে না দেওয়া হলে কোথা থেকে আসবে টাকা? লোকসান মোকাবিলায় অর্থমন্ত্রকে এতদিন দ্বারস্থ হতাম আমরা৷ সেখান থেকে কোন টাকা পাচ্ছি না৷ তাই বিক্রির সিদ্ধান্ত৷

কর্মচারীদের কী হবে? মন্ত্রীর জাবাব, এই মুহূর্তে ১১ হাজাক স্থায়ী ও অস্থায়ী ৪ হাজার কর্মী রয়েছে৷ যাদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছেন৷ যে সংস্থা এয়ার ইন্ডিয়া কিনবেন, তারাই কর্মীদের রাখবে কি না, তা সিদ্ধান্ত নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =