ফের দেশের সেরা রাজ্যের প্রকল্প

কলকাতা: স্বল্প সঞ্চয়ে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। ২০১৮-১৯ অর্থবর্ষে গোটা দেশে সরকারি প্রকল্পে যে অঙ্কের টাকা জমা পড়েছে, তার নিরিখে ওই তথ্যই উঠে এসেছে। আবার জমা হওয়া টাকার পাশাপাশি মেয়াদ অন্তে গ্রাহককে টাকা মেটানোর পর যে টাকা পড়ে আছে, সেই হিসেবে দপ্তর সূত্রে খবর, এর নিরিখেও বাংলার স্থান পয়লা নম্বরে। পশ্চিমবঙ্গের পর রয়েছে উত্তরপ্রদেশের স্থান। তবে

3 stocks recomended

ফের দেশের সেরা রাজ্যের প্রকল্প

কলকাতা: স্বল্প সঞ্চয়ে ফের শীর্ষে পশ্চিমবঙ্গ। ২০১৮-১৯ অর্থবর্ষে গোটা দেশে সরকারি প্রকল্পে যে অঙ্কের টাকা জমা পড়েছে, তার নিরিখে ওই তথ্যই উঠে এসেছে।

আবার জমা হওয়া টাকার পাশাপাশি মেয়াদ অন্তে গ্রাহককে টাকা মেটানোর পর যে টাকা পড়ে আছে, সেই হিসেবে দপ্তর সূত্রে খবর, এর নিরিখেও বাংলার স্থান পয়লা নম্বরে। পশ্চিমবঙ্গের পর রয়েছে উত্তরপ্রদেশের স্থান। তবে টাকা জমার নিরিখে উত্তরপ্রদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলা। দেশের স্বল্প সঞ্চয় সংক্রান্ত বিষয়ে হিসেব রাখা ও নির্দেশিকা জারি করার দায়িত্বের অনেকটাই পালন করে ন্যাশনাল সেভিংস ইনস্টিটিউট। তাদেরই একটি সূত্র বলছে, গত আর্থিক বছরের শেষে গোটা দেশে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে আদায় হয়েছে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার ৯১৯ কোটি টাকা। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকে এসেছে প্রায় ৮২ হাজার ৮৪৮ কোটি টাকা। এটাই দেশের মধ্যে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =