জনমত সমীক্ষার পরই রেকর্ড গড়ল শেয়ার বাজার

মুম্বই: ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ৷ বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ হতেই রেকর্ড গড়ল সেনকেক্স৷ আজ সকালে বাজার খুলতেই চাঙ্গা হয়ে ওঠে বাজার৷ এক ধাক্কায় সেনসেক্স উঠেছে ৯১৪.৩১ পয়েন্ট৷ বেড়েছে প্রায় আড়াই শতাংশের বেশি৷ সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩৮,৮৪৫.০৮ পয়েন্টে৷ নিফটি বেড়েছে ২৬৮.৬৫ পয়েন্টে৷ বেড়েছে ২.৩৬ শতাংশ৷ নিফটি উঠেছে ১১,৬৭৫.৮০ পয়েন্টে৷ সব

3 stocks recomended

জনমত সমীক্ষার পরই রেকর্ড গড়ল শেয়ার বাজার

মুম্বই: ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ৷ বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ হতেই রেকর্ড গড়ল সেনকেক্স৷ আজ সকালে বাজার খুলতেই চাঙ্গা হয়ে ওঠে বাজার৷ এক ধাক্কায় সেনসেক্স উঠেছে ৯১৪.৩১ পয়েন্ট৷ বেড়েছে প্রায় আড়াই শতাংশের বেশি৷ সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩৮,৮৪৫.০৮ পয়েন্টে৷ নিফটি বেড়েছে ২৬৮.৬৫ পয়েন্টে৷ বেড়েছে ২.৩৬ শতাংশ৷ নিফটি উঠেছে ১১,৬৭৫.৮০ পয়েন্টে৷

সব থেকে বেশি লাভ দিয়েছে ইন্ডিয়াবুল হাইসিং, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এসবিআই, আল্ট্রাটেক সিমেন্ট৷ এই শেয়ারগুলি বেড়েছে প্রায় ৫ থেকে সাড়ে ৭ পয়েন্ট৷ বেড়েছে রিলায়েন্স, এইচডিএফসি৷ ডলারের তুলনায় টাকার দাম অনেকটাই শক্ত হয়েছে৷

কিন্তু, হঠাৎ কেন চাঙ্গা শেয়ার বাজার? রবিবার শেষ দফার নির্বাচন শেষে ফের দেশে গুরুয়া উত্থানের পূর্বাভাস মিলেছে৷ বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ। বিভিন্ন সমীক্ষায় এনডিও ৪৫২টি আসনের মধ্যে ২৬৭ থেকে ৩৪০টি আসন পাচ্ছে বলে জানানো হয়েছে।

চাণক্য যেখানে ৩৪০ আসন দিয়েছে, সেখানে এসি নিয়েলসন দিচ্ছে ২৬৭টি। সি ভোটার বলছে এনডিএ পাচ্ছে ২৮৭টি। এনডিটিভির পোল অফ পোলস বলছে, এনডিএ পাবে ৩০০টি, ইউপিএ ১২৭টি, অন্যান্য দলগুলি পেতে পারে ১১৫টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য পর্যোজন ২৭২। সর্বভারতীয় হিসেবে দিল্লি, হরিয়ানা, গুজরাত, কর্নাটকে বিজেপির বিরাট জয়ের কথা বলা হয়েছে।

সি ভোটার জানাচ্ছে, এনডিএ পেতে পারে ২৮৭, এনডিএ ১২৮, অন্যান্যরা ১০৪টি। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে কারও মতে এনডিএ ৭৩ থেকে নেমে যাবে ২২ আসনে, মহাজোট ৫৬ এবং কংগ্রেস ২টি আসন পাবে। কেউ এনডিএকে অর্ধেকের বেশি আসন দিচ্ছে। পোল অফ পোলস জানাচ্ছে, উত্তরপ্রদেশে বিজেপি পাবে ৪৪টি, মহাজোট ৩৪ এবং কংগ্রেস ২টি। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে ভালো ফল করতে পারে এনডিএ। তেলেঙ্গানায় টিআরএস অনেক এগিয়ে। করলে কংগ্রস।

মনে করা হচ্ছে, দেশে স্থানীয় সরকারের আভাস পেয়ে দেশের বাজারে বিনিয়োগ বাড়াতে চলেছে বিদেশি সংস্থা৷ ভোটের পূর্বভাস দেখে বাজারে বিনিয়োগ তুলে নেওয়া থেকে বিরোত রেখেছে বিদেশি সংস্থাগুলি৷ আর তাতেই লাফিয়ে বেড়েছে বাজার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =