JIO, Airtel-র পরে রিচার্জের খরচ বাড়াল Vodafone-Idea! কত পড়বে আপনার দাম?

নয়া দিল্লি: ইতিমধ্যেই রিচার্জের খরচ বাড়িয়েছে জিও এবং এয়ারটেল৷ মাস পরার আগেই রিচার্জের খরচ বাড়ানোর কথা ঘোষণা করল ভোডাফোন-আইডিয়া। সংস্থার তরফে জানানো হল, ১০ থেকে…

নয়া দিল্লি: ইতিমধ্যেই রিচার্জের খরচ বাড়িয়েছে জিও এবং এয়ারটেল৷ মাস পরার আগেই রিচার্জের খরচ বাড়ানোর কথা ঘোষণা করল ভোডাফোন-আইডিয়া। সংস্থার তরফে জানানো হল, ১০ থেকে ২৩ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হবে৷ শুধু প্রিপেইড নয়, দাম বাড়বে পোস্টপেইড কানেকশনেও৷ আগামী ৪ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। এর ফলে বাড়বে বিভিন্ন প্ল্যানের খরচ৷

 

বৃহস্পতিবার জিও তাদের ট্যারিফ প্রায় ২৫ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করে৷ এর ঠিক পরেরদিনই নিজেদের মোবাইল রিচার্জ প্ল্যানের ট্যারিফ ১০ থেকে ২১ শতাংশ বৃদ্ধি করে এয়ারটেল৷ এবার একই পথে হাঁটল ভোডাফোন-আইডিয়া। গত দুই বছরে ৫জি প্রযুক্তির জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থা৷ সেই খরচ তুলতেই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত বলে নবে করা হচ্ছে।

 

ভোডাফোন-আইডিয়ার নতুন ট্যারিফ কত পড়ছে?
* ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটার ন্যূনতম রিচার্জ প্ল্যান ছিল ১৭৯ টাকার। এখন তা বেড়ে হবে ১৯৯ টাকা৷

* ৮৪ দিনের বৈধতায় দৈনিক ১.৫ জিবি ডেটা প্যাকের দাম ছিল ৭১৯ টাকা৷ সেটাই এবার বাড়িয়ে ৮৫৯ টাকা করা হল।

* পাশাপাশি খরচ বাড়ছে এক বছরের আনলিমিটেড প্ল্য়ানেও৷ এই প্ল্যান নিতে গেলে গ্রাহকদের খরচ হত ২৮৯৯ টাকা৷ সেটাই এবার থেকে বেড়ে হচ্ছে ৩৪৯৯ টাকা৷

* ২৪ জিবি ডেটা লিমিটের এক বছরের প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ১৭৯৯ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *