হিন্ডেনবার্গের কাঁটা উপড়ে রকেট গতিতে ছুটল আদানিদের স্টক

নয়াদিল্লি: হিন্ডেলবার্গের রিপোর্ট রক্তাক্ত হতে পারত আদানির স্টক৷ সিঁদুরে মেঘ দেখেছিলেন অনেকেই৷ কিন্তু, খেলা সম্পূর্ণ ঘুরে গেল৷ প্রবল গতিতে ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানাল গৌতম…

Adani Group loan waiver Gautam Adani loan waiver

নয়াদিল্লি: হিন্ডেলবার্গের রিপোর্ট রক্তাক্ত হতে পারত আদানির স্টক৷ সিঁদুরে মেঘ দেখেছিলেন অনেকেই৷ কিন্তু, খেলা সম্পূর্ণ ঘুরে গেল৷ প্রবল গতিতে ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানাল গৌতম আদানির সংস্থার শেয়ার। মঙ্গলবার আদানির প্রতিটা কোম্পানির স্টক মারকাটারি পারফরম্যান্স করল৷ যা দেখে বিশেষজ্ঞদের একাংশের দাবি, হিন্ডেনবার্গ রিসার্চের কাঁটা উপড়ে হেলায় ফেলেছেন দেশের অন্যতম ধনকুবের গৌতম আদানি৷

 

মঙ্গলবার স্টক মার্কেটে সবচেয়ে বেশি মুনাফা লুটেছে আদানি এনার্জি সলিউশন, আদানি এন্টারপ্রাইজ ও আদানি পোর্টসের স্টক হোল্ডাররা। ট্রেডিং শুরুর সময় এগুলির শেয়ারের গ্রাফ যথাক্রমে ৪.১২ শতাংশ, ০.৬০ শতাংশ ও ০.৫৮ শতাংশ ঊর্ধ্বমুখী ছিল বলেই খবর মিলেছে৷

 

এ ছাড়াও ১৩ অগাস্ট ১.৫১ শতাংশ বেশিতে খোলে আদানি উইলমারের স্টক। আদানি গ্রিনের বিনিয়োগকারীদের হাতে এসেছে ১.৫৮ শতাংশ বেশি রিটার্ন। আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার, অম্বুজা সিমেন্টস, এসিসি লিমিটেড ও এনডিটিভির শেয়ারগুলিও শুরু থেকেই ঊর্ধ্বগতিতে ছুটেছে৷