ধনীদের তালিকায় আরও নীচে, আদানির দুঃসময় শেষ হচ্ছে না

ধনীদের তালিকায় আরও নীচে, আদানির দুঃসময় শেষ হচ্ছে না

imagesmissing

নয়াদিল্লি: কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। প্রথম দশ থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ে প্রথম কুড়িতে ছিলেন। সেই তালিকাতেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শিল্পপতি গৌতম আদানি। এবার আরও ‘গরিব’ হলেন তিনি। জানা গিয়েছে, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার প্রথম ২৫-এর বাইরে চলে গিয়েছেন আদানি।

আরও পড়ুন- জাতীয়তাবাদের আড়ালে লোকানো যাবে না! দুর্নীতি ইস্যুতে আদানিকে পাল্টা মার্কিন সংস্থার

 আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট আদানি গোষ্ঠীর জন্য এই খারাপ সময় এনেছে। কারচুপি করে সংস্থার শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠার পর থেকেই হু হু করে নামতে শুরু করে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম৷ ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে সরতে সরতে এখন গৌতম আদানির ঠাই হয়েছে তালিকার ২৯ নম্বরে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স। তা থেকেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৪ হাজার ২৭০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা। অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’ রিপোর্ট বলছে, আদানির মোট সম্পদের আনুমানিক মূল্য বর্তমানে ৪ হাজার ৩৪০ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা।