নয়াদিল্লি: টিডিএস বাবদ বা অগ্রিম আয়কর বাবদ যাঁরা বাড়তি টাকা জমা দেন, তা সুদ সহ ফিরিয়ে দেয় ইনকাম ট্যাক্স বিভাগ। এবার তা নিয়ে জালিয়াতির আঁচ পেয়ে কতদাতাদের সতর্ক করার উদ্যোগ নিল আয়কার বিভাগ। করদাতা যে টাকা দপ্তর থেকে ফেরত পান, তা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। এর জন্য দপ্তর থেকে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য চাওয়া হয় না। সেই প্রসঙ্গেই করদাতাদের ই-মেল বা এসএমএস করে দপ্তর থেকে জানানো হচ্ছে, কর রিফান্ড দেওয়ার নাম করে তাদের তরফে ডেবিট কার্ডের তথ্য বা সিভিভি নম্বর কখনও চাওয়া হয় না। যদি ইনকাম ট্যাক্সের নাম করে কখনও তা চাওয়া হয়, তাহলে তা করা হয় প্রতারণার উদ্দেশ্যে, বলছেন দপ্তরের কর্তারা। অনেক সময়ই টাকা রিফান্ডের নাম করে মোবাইলে বা ই-মেলে আসা একটি লিঙ্ক ‘ক্লিক’ করতে বলা হয়। সেটিও প্রতারণার উদ্দেশ্যেই, বলছেন তাঁরা। মোট কথা এভাবে টাকা ফেরতের কোনও পদ্ধতিই আয়কর বিভাগের নেই, জানিয়েছেন তাঁরা। গোটা দেশেই এরকম প্রতারণাচক্র সক্রিয় হওয়ায় চিন্তিত আয়কর বিভাগ।
আয়কর বাঁচানোর নামে সক্রিয় প্রতারণাচক্র, সতর্ক থাকার বার্তা
নয়াদিল্লি: টিডিএস বাবদ বা অগ্রিম আয়কর বাবদ যাঁরা বাড়তি টাকা জমা দেন, তা সুদ সহ ফিরিয়ে দেয় ইনকাম ট্যাক্স বিভাগ। এবার তা নিয়ে জালিয়াতির আঁচ পেয়ে কতদাতাদের সতর্ক করার উদ্যোগ নিল আয়কার বিভাগ। করদাতা যে টাকা দপ্তর থেকে ফেরত পান, তা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। এর জন্য দপ্তর থেকে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন